আজকাল ওয়েবডেস্ক: প্রতিপক্ষের সাজঘর থেকে মহম্মদ সিরাজের জন্য ভেসে এল প্রশংসা। এই অনভিজ্ঞ ভারতীয় বোলিং লাইন আপে সিরাজই লাইটহাউজ। তিনি ছড়িয়ে দিচ্ছেন আলো।
সেই মহাযোদ্ধা প্রসঙ্গে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট বলছেন, ''সিরাজ সত্যিকারের একটা চরিত্র। সত্যিকারের যোদ্ধা। সিরাজের মতো একজনকে সবাই দলে চায়। দেশের হয়ে নিজেকে উজাড় করে দেয় সিরাজ। ক্রিকেট সম্পর্কে ওর ধারণার জন্য প্রশংসা করতেই হয়। মাঝে মাঝে কপট রাগ দেখায়। সেটা বোঝাই যায়। সিরাজ খুব ভাল ছেলে। অবিশ্বাস্য পরিশ্রম করে। চেষ্টা করে যায় অবিরত।''
সবাই যখন শরীরের দোহাই দিয়ে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাত দিয়ে সরে যান, শ্রান্ত-ক্লান্ত সিরাজ সরে যেতে পারেন না। তিনি লড়াকু এক চরিত্র। তিনি জানেন, তিনি উইকেট নেবেন, জুটি ভাঙবেন, দলের জন্য ঘাম ঝরাবেন, তবুও তিনি পার্শ্বচরিত্রই থেকে যাবেন। নায়ক তিনি কোনওদিনই হবেন না। তবুও দলের প্রয়োজনে তিনি ঝাঁপিয়ে পড়েন। জো রুটের মতো ব্যাটসম্যান তাঁর প্রশংসা করেন। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলও সিরাজের প্রশংসা না করে পারেন না।
রবিবার ১০৬ রানে ইংল্যান্ডের তিন উইকেট পড়ার পর মনে হয়েছিল, আর কতক্ষণ? ওকস নেই, ইংল্যান্ড লাইন আপকে গুঁড়িয়ে দেবেন সিরাজরা। তাতে জল ঢেলে দিলেন ব্রুক(১১১) এবং রুট(১০৫)। অনবদ্য শতরান দুই ইংরেজ ব্যাটারের। প্রথম ২০টা বল ব্রুক নিজের মতো দেখে নিলেন। তারপর যে রূপ ধরলেন, থামলেন একেবারে আউট হওয়ার সময়। অন্যদিকে, জো রুট ধরে ধরে নিজের কাজটা করে গেলেন। ভাল বলে ডিফেন্স, মারার বলে দেখার মতো শট মেরে শতরান পূর্ণ করলেন নিজের। আউট হওয়ার পরে রুট নিজের উপরে হতাশা গোপন করেননি। শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতাতে চেয়েছিলেন বহু যুদ্ধের সৈনিক। তবে ইংরেজরা যে শেষ দিনে ভাল জায়গায় রয়েছে, তা বলতে দ্বিধা নেই রুটের। নিজেদের সম্পর্কে বললেও ভারতের তারকা পেসার সিরাজ তাঁকে আকর্ষণ করেন।
হায়দরাবাদি পেসার সম্পর্কে সেই রুট বলে চলেন, ''সিরাজের বিরুদ্ধে খেলা আমি উপভোগ করি। ওর মুখে সবসময়ে একটা হাসি লেগে থাকে। দলের জন্য আত্মত্যাগ করে। এরকম এক চরিত্র সবার কাছেই পছন্দের। সিরাজ যে কোনও তরুণ খেলোয়াড়ের কাছেই দারুণ এক উদাহরণ।''
চলতি টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ ১৮০ ওভারের বেশি বল করে ফেলেছেন। তবুও সিরাজ দৌড়ে চলেন। রবিবারের শেষ বেলায় তাঁর আউটসুইংয়ে বারবার নাজেহাল হয়েছেন স্মিথ-ওভারটন। সিরাজ নিজেও বিশ্বাস করতে পারেননি তাঁর নিক্ষিপ্ত মিসাইলগুলো এভাবে নিষ্ফলা থেকে যাবে। সোমবার মেঘলা ওভাল রাঙিয়ে দেওয়ার জন্য গিলের হাতের তুরুপের তাস সেই মহম্মদ সিরাজ।
ব্রুকের ক্যাচ ধরেও বাউন্ডারির বাইরে চলে গিয়ে যিনি ইতিমধ্যেই তীব্র সমালোচিত। সেই ভারতীয় পেসার আরও একবার সুযোগ পাচ্ছেন। প্রায়শ্চিত্ত করার জন্য আরও একটা সুযোগ পাচ্ছেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: ভারতের গেম রিডিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন অশ্বিন, গিল-গম্ভীরকে ধুয়ে দিলেন প্রাক্তন তারকা
