আজকাল ওয়েবডেস্ক: ন'বছর পর দিল্লি ছাড়ায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ঋষভ পন্থ। মঙ্গলবার সকালে ফ্র্যাঞ্চাইজির উদ্দেশে বার্তা দেন। এবার তাঁরই এক সতীর্থের পালা। সাত বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়ছেন মহম্মদ সিরাজ। স্মরণীয় সাত বছরের যাত্রার শেষে আরসিবির উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিলেন। ইনস্টাগ্রামে ফ্যানদের সঙ্গে একটি লম্বা পোস্ট শেয়ার করে নেন। যাবতীয় সম্মান, ভালবাসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডানহাতি পেসার। আইকনিক লাল এবং নীল জার্সিতে কাটানো সময়গুলোর স্মৃতিচারণ করেন। জানান, আরসিবি তাঁর কাছে শুধুই ফ্রাঞ্চাইজি নয়, একটা পরিবার, একটা আবেগ, একটা হার্টবিট যা সর্বত্র তাঁর হৃদয়ের কাছে থাকবে।
পোস্টে সিরাজ লেখেন, 'আমার প্রিয় আরসিবি, সাত বছর তোমাদের সঙ্গে আমি খুব ভাল সময় কাটিয়েছি। পেছন ফিরে তাকালে, আমার হৃদয় কৃতজ্ঞতা, ভালবাসা এবং আবেগে ভরা। যেদিন প্রথম এই জার্সি গায়ে চাপাই, ভাবিনি আমাদের মধ্যে এমন বন্ড তৈরি হবে। আরসিবির জার্সিতে প্রথম বল, প্রত্যেক উইকেট, প্রত্যেক ম্যাচ, প্রত্যেক মুহূর্ত আমার কাছে বিশেষ। যাত্রায় চড়াই-উত্তরাই ছিল, কিন্তু সর্বত্র সমর্থন পেয়েছি। আরসিবি আমার কাছে ফ্র্যাঞ্চাইজির থেকে অনেক বেশি। একটা অনুভূতি, একটা হার্টবিট, একটা পরিবার। তোমাদের সমর্থন, ভালবাসা, বার্তা আমাকে হারের যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। আরসিবির ফ্যানরা দলের প্রাণ। তোমাদের ভালবাসা, আস্থা ভোলার নয়। তোমাদের জন্য আমি নিজের সেরাটা দিতে পেরেছি। তোমাদের হাসি, কান্নার সাক্ষী থেকেছি। তোমাদের মতো ফ্যানবেস আর কারোর নেই। সারাজীবন আমি মনে রাখব। কেরিয়ারের নতুন পর্বে পদার্পণ করতে চলেছে। আরসিবি আমার হৃদয়ের একটা বড় অংশে থেকে যাবে। এটা গুডবাই নয়, এটা ধন্যবাদ। আমার ওপর আস্থা রাখার জন্য, আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ।' সিরাজের পরবর্তী গন্তব্য গুজরাট টাইটান্স। মেগা নিলামে তাঁকে ১২.২৫ কোটিতে কেকে তাঁরা।
