আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সামি কি তাঁর টেস্ট ভাগ্য পড়ে ফেলেছেন? সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, সামির টেস্ট ভবিষ্যৎ নিয়ে নেমে এসেছে প্রশ্নচিহ্ন। 

চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর থেকেই সামি তাঁর সেরা ছন্দে ধরা দিচ্ছেন না। আইপিএলেও সামি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর ফিটনেস নিয়েও দেখা দিচ্ছে সংশয়। আর আইপিএলে বঙ্গপেসার ফর্ম হারানোয় রীতিমতো চিন্তায় ভারতের নির্বাচকমণ্ডলী। আসন্ন ইংল্যান্ড সফরে জাতীয় দলে কি জায়গা পাবেন সামি? 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র অনুযায়ী, সামি আর অটোমে্টিক চয়েস নন। সেই সূত্র সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেশ কয়েক মাস হয়ে গেল সামির প্রত্যাবর্তন ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত ছন্দ ফিরে পায়নি। জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্স খুব একটা বিচার্য হয় না। কিন্তু দেখা যাচ্ছে সামি তাঁর রান আপ শেষ করতে পারছে না। আগে তাঁর ডেলিভারি যেমন উইকেট কিপারের হাতে পৌঁছত, এখন আর সেভাবে পৌঁছাচ্ছে না। ছোট স্পেল করার পরে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছে সুস্থ হওয়ার জন্য। 

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বুমরাহকে সব টেস্টে পাওয়া যাবে না। ২-৩টে টেস্টে খেলবেন বুমরাহ। বাকি টেস্টগুলোয় সামির উপরেই নির্ভরশীল থাকতে হবে ভারতকে। কিন্তু সেই সামিই তো নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। 

ফলে ইংল্যান্ড সফরের জন্য জাতীয় দল ঘোষিত হলে সামি থাকবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছে সন্দেহ।