আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে ঠিক দু'সপ্তাহ বাকি। তার আগে ১৫ জনের ভারতীয় দল নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন। সবচেয়ে চিন্তার বিষয় দুই তারকা পেসার। যশপ্রীত বুমরার খেলা নিয়ে সংশয় রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। মহম্মদ সামিও পুরোপুরি তৈরি নয়। এমন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া জানালেন, অন্য একজন পেসারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হবে। তিনি মনে করেন, এত অল্প সময়ের মধ্যে বুমরার প্রত্যাবর্তন কার্যত অসম্ভব। আকাশ চোপড়া বলেন, 'বুমরার ফিটনেস নিয়ে ভাল কোনও খবর পাচ্ছি না। তবে শোনা কথায় আমি বিশ্বাস করি না।'
বর্ডার-গাভাসকর সিরিজের পঞ্চম টেস্টে পিঠে চোট পান বুমরা। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছিলেন, পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তারকা পেসারকে। অন্যদিকে মহম্মদ সামির প্রত্যাবর্তন নজরকাড়া হয়নি। কামব্যাক ম্যাচে উইকেট পাননি। চতুর্থ টি-২০ খেলেননি। পঞ্চম ম্যাচে ৩ উইকেট তুলে নিলেও ২.৩ ওভারে ৩৫ রান দেন। তাই সামিকে নিয়েও চিন্তিত ভারতের প্রাক্তনী। আকাশ চোপড়া বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তত চারজন ফাস্ট বোলার রাখা উচিত ছিল। কারণ মহম্মদ সামি এখনও পুরোপুরি তৈরি হয়। আগের ম্যাচে তিনটে উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু প্রচুর রান দিয়েছে। ওর একটু সময় লাগবে।' চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনজন পেসার এবং চারজন স্পিনার রাখা হয়েছে। জোরে বোলারদের তালিকায় আছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সামি এবং অর্শদীপ সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচের বুমরার ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। দলে নেই মহম্মদ সিরাজ। তবে চোপড়া মনে করছেন, শেষপর্যন্ত ১৫ জনের দলে জায়গা পাবেন সিরাজ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মতে একজন ফাস্ট বোলারকে অন্তর্ভুক্ত করা হবে। কার জায়গায় দলে ঢুকবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছে, সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে।' ইতিমধ্যেই দলে একটি পরিবর্তন করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকতে পারেন বরুণ চক্রবর্তী। রহস্য স্পিনারকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
