আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে চুনকামের লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ভারতকে। ওয়াংখেড়েতে কিউয়ি স্পিনার  আজাজ প্যাটেলকে সামলাতেই পারেননি ভারতের রথী-মহারথীরা। তিনটি টেস্ট থেকে ১৫টি উইকেট তাঁর ঝুলিতে। ওয়াংখেড়েতেই আজাজ প্যাটেল নিয়েছেন ১১টি উইকেট।

যে বোলার ভারতের ল্যাজা-মুড়ো ধসিয়ে দিয়েছেন, তাঁকে ভাল স্পিনার বলতে রাজি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় মহম্মদ কাইফ উপহাস করেছেন কিউয়ি তারকাকে।

কাইফের মতে, ভারতীয় ব্যাটারদের দোষেই আজাজ প্যাটেল তৃতীয় টেস্টে ১১টি উইকেট নিয়েছেন। কাইফ বলছেন, ''আজাজ প্যাটেল মোটেও ভাল বোলিং করেনি। ওর পিচ ম্যাপ যদি দেখে থাকেন, তাহলে দেখা যাবে দুটো ফুল টস, দুটো শর্ট বল  এবং দুটো লেন্থ ডেলিভারি করেছে। তবুও উইকেট নিয়েছে।'' 

২০১৮ সালে টেস্টে অভিষেক হয় আজাজ প্যাটেলের। তাঁর ঝুলিতে ৮৫টি উইকেট। কাইফ বলছেন, ''গ্লেন ফিলিপস পার্ট টাইম স্পিনার। ভাল ডেলিভারি করতেই জানে না। আমরা পার্টটাইমার স্পিনারের কাছে হেরে গিয়েছি, কোয়ালিটি স্পিনারের কাছে নয়। মানুষকে বলতে দাও আজাজ প্যাটেল ওয়াংখেড়েতে ২২টি উইকেট নিয়েছে। ওর বল ঠিকমতো ল্যান্ড পর্যন্ত করেনি। আজাজ প্যাটেল এক ওভারে মাত্র দুটো ভাল ডেলিভারি করেছে  এবং তা থেকে উইকেট নিয়েছে। শেষ টেস্টে হারটা হতাশাজনক। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের আর কোনও বোলারই ছিল না।'' 

আজাজ প্যাটেলকে বেশি নম্বর না দিলেও মিচেল স্যান্টনারের প্রশংসা করেন মহম্মদ কাইফ। পুনে টেস্টে ১১টি উইকেট নিয়েছিলেন স্যান্টনার। চোটের জন্য অবশ্য ওয়াংখেড়ে টেস্টে নামতে পারেননি স্যান্টনার।