আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে দলে জায়গা পাননি অক্ষর প্যাটেল। তাঁকে না নেওয়ায় দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ ধুয়ে দিয়েছেন নির্বাচকদের। 

অক্ষর প্যাটেলের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ দেওয়া হয়েছে। কাইফ জানিয়েছেন, জাদেজার থেকে ভাল অক্ষর। 

২০২৫ সালে অস্ট্রেলিয়া সফরে শেষবার অক্ষর প্যাটেল খেলেছেন ভারতের হয়ে। অক্ষর প্যাটেল আগে বলেছিলেন, জাড্ডু ভাইয়ের সঙ্গে তাঁর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। কিন্তু জাদেজা নিজেও তাঁর নামের প্রতি সুবিচার করতে পারছেন না। বল হাতে সাফল্য  নেই। ব্যাট হাতেও ফিনিশারের ভূমিকায় দেখা দিচ্ছেন না। 

কাইফ ইউটিউব চ্যানেলে বলছেন, ''দু'জনের মধ্যে থেকে যদি একজনকে বাছতে বলা হয়, তাহলে বলব অক্ষর অনেকটাই এগিয়ে রয়েছে জাদেজার থেকে। ওয়ানডে ক্রিকেটেও এগিয়ে। অক্ষরের স্ট্রাইক রেট, ব্যাটিং দক্ষতা ও ছক্কা মারার ক্ষমতা জাদেজার নেই। আইপিএলেও আমরা তাই দেখেছি। সাদা বলের ক্রিকেটে অক্ষর অনেক এগিয়ে। বোলিংয়েও এগিয়ে অক্ষর। পাওয়ারপ্লেতেও বল করার ক্ষমতা রাখে অক্ষর। ওকে কেন স্কোয়াডে রাখা হয়নি জানা নেই। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রেড্ডিকে কেন ব্যাক করা হচ্ছে, যারা স্পিনের বিরুদ্ধে দুর্বল।'' 

কাইফ মনে করেন, নীতীশ রেড্ডির পরিবর্তে জাদেজা ও অক্ষর প্যাটেল দলে থাকলে দলের ভারসাম্য আরও ভাল হত।  কাইফ বলছেন, ''জাদেজা ও অক্ষরকে একসঙ্গে খেলানো হোক, এটাই আমি চাই। শেষ ম্যাচে রেড্ডির পরিবর্তে অক্ষর যদি থাকত, তাহলে আরও ভারসাম্য হত। জাদেজা ও অক্ষরের বোলিং স্টাইলের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষে বলবে দু'জনেই বাঁ হাতি স্পিনার। ঠিকই তবে পার্থক্য রয়েছে। পাওয়ারপ্লের পরে আসে জাদেজা। অক্ষর নতুন বলেও বল করতে পারে।'' 

শেষ পাঁচটি ওয়ানডেতে জাদেজা মাত্র একটি উইকেট নিয়েছেন। রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে। জাদেজাকে কি ব্যবহার করবেন গম্ভীর?