আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি। গভীরতাও এতটাই যে একই দিনে যদি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হয়, তাহলেও ভারত তিনটি ফরম্যাটে দল নামাতে পারবে। প্রতিপক্ষের বিরুদ্ধে সমান প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেট তুলে ধরতে পারবে।
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক এভাবেই ভারতের স্তুতি করেছেন। ইউটিউব চ্যানেল ফ্যানাটিক্স টিভিতে অজি তারকা স্টার্ক বলেছেন, ''একমাত্র ভারতই সেই দল যারা একই দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট, ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি খেলতে পারবে। এবং ভারত দারুণ প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরবে বলেই বিশ্বাস। অন্য কোনও দেশের পক্ষে তা সম্ভব নয়।''
ভারতের রিজার্ভ বেঞ্চ দারুণ শক্তিশালী। প্রচুর প্রতিভাসম্পন্ন খেলোয়াড়ের উপস্থিতি। সেই বিষয়টাই তুলে ধরেছেন স্টার্ক। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজি তারকার গোড়ালিতে চোট থাকার জন্য নামেননি মেগা ইভেন্টে। তিনি না থাকায় অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে রক্তাল্পতা দেখা গিয়েছে। সেমিফাইনালে ভারতের কাছে হার মানে অস্ট্রেলিয়া।
চলতি মাসের ২২ তারিখ শুরু হচ্ছে আইপিএল। স্টার্ক খেলবেন দিল্লির হয়ে। ১১.৭৫ কোটি টাকার বিনিময়ে স্টার্ককে নিয়েছে দিল্লি। অজি তারকার দিকে উড়ে আসে প্রশ্ন, সাদা বলের ফরম্যাটে এত ভারতীয় ক্রিকেটার উঠে আসার কারণ কী? আইপিএল? অজি পেসার বলেন, ''কেবলমাত্র আইপিএল কারণ বলে আমার মনে হয় না। ভারতীয়রা কেবল আইপিএল খেলে। সেখানে অন্য দেশের ক্রিকেটাররা বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে।''
অজি তারকা আরও গভীরে ঢোকার চেষ্টা করেন। তিনি বলছেন, ''আইপিএল নিঃসন্দেহে বড় মঞ্চ। বহু ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলে। তবে আইপিএলের উপর ভরসা করে থাকলেই যে প্রতিভা উঠে আসবে এমন নয়। ভারতে প্রতিভার অভাব নেই। সেই কারণেই ভারতীয় ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি।''
