আজকাল ওয়েবডেস্ক: চূড়ান্ত হতাশ মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। সেই স্টার্ককেই কিচ্ছুটি না বলে রিটেনশন তালিকায় রাখলই না কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের রিটেনশন তালিকায় তাঁর নাম না থাকায় হতাশা গোপন রাখেননি অজি ক্রিকেটার।
আইপিএল ২০২৪-এর নিলামে ২৪.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল অজি বোলারকে। কিন্তু এবারের মেগা নিলামের আগে স্টার্কের নাম রাখাই হয়নি রিটেনশন তালিকায়। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং , রামনদীপ সিং ও হর্ষিত রানাকে রিটেন করা হয়।
স্টার্ক জানিয়েছেন, তাঁকে কিছু জানানো হয়নি। তাঁকে কিছু না বলেই রিটেনশন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্টার্ককে বলতে শোনা গিয়েছে, ''আমাকে ওরা কিছুই জানায়নি। এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।''
স্টার্কের আগে ভেঙ্কটেশ আইয়ার পর্যন্ত রিটেনশন তালিকা থেকে বাদ যাওয়ার পরে অভিমান প্রকাশ করেছিলেন। এবার স্টার্কও নাইটদের বিরুদ্ধে অভিমান উগরে দিলেন। যদিও ভেঙ্কি মাইসোর স্টার্কের বিপরীত মেরুর বাসিন্দা। তিনি বলেছেন, ''যে ছ' জন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হয়নি। কিন্তু রিটেনশন তালিকায় যাঁদের রাখা হয়নি, তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল কেকেআর ম্যানেজমেন্ট।''
নাইট জার্সিতে শুরুটা ভাল করেননি স্টার্ক। কিন্তু নক আউট পর্বে অজি পেসার স্টার্ক অন্য অবতারে ধরা দেন। সেই স্টার্ককে এবার রিটেন করল না কেকেআর। নিলামে কী হবে, তার উত্তর দেবে সময়।
