আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারতেই অজিদের বিরুদ্ধে শুরু হয়ে গেল সমালোচনা। আরসিবি-র পেসার জশ হ্যাজলউডের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন পেসার মিচেল জনসন। জাতীয় দলের প্রস্তুতির থেকে আইপিএলকে প্রাধান্য দিয়েছেন বলে মনে করেন জনসন।
এবারের আইপিএলে আরসিবি-র হয়ে ভাল পারফরম্যান্স করেছেন হ্যাজলউড। লর্ডসের ফাইনালে হ্যাজলউড বল করেন ৩৪ ওভার। উইকেট নেন দু'টি।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ২১ রানে ৩ উইকেট নেন হ্যাজলউড। ফাইনালে নেন একটি উইকেট। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ২৪ উইকেট নেন হ্যাজলউড।
এবারের ফাইনালে জ্বলে উঠতে পারেননি হ্যাজলউড। নিজের কলামে জনসন তীব্র আক্রমণ করেন অজি পেসারকে। জনসন লিখেছেন, ''আমাদের সফল ‘বিগ ফোর’ বোলিং আক্রমণ মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও ন্যাথান লায়নকে নিয়ে ভবিষ্য়তে এগনো যাবে না।
হ্যাজলউডের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। জাতীয় দলের প্রস্তুতির থেকে ফের আইপিএলে ফেরার সিদ্ধান্ত অবাক করেছে।'' অস্ট্রেলিয়ার টেস্ট দলের বেশিরভাগ খেলোয়াড়ের বয়স তিরিশ পেরিয়েছে। অধিনায়ক কামিন্স দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন। হারের পরেই শুরু হয়ে গেল সমালোচনা।
