আজকাল ওয়েবডেস্ক: ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবুও স্বস্তি নেই তাদের সাজঘরে। তিন জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। যার ফলে অস্বস্তি রিয়ালে। 

ওসাসুনার বিরুদ্ধে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠে ছাড়েন এডার মিলিতাও, লুকাস ভাজকেজ ও রদ্রিগো। মিলিতাওয়ের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। অস্ত্রোপচার করতে হবে মিলিতাওকে। এই মরশুমে মাঠে আর ফিরতে পারবেন না। 

গত মরশুমে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছিল মিলিতাওয়ের। চলতি মরশুমে ফের চোটের লাল চোখ দেখলেন। মরশুমটাই শেষ হয়ে গেল তাঁর। 

রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে, মিলিতাওয়ের ডান হাঁটুর লিগামেন্ট পুরোদস্তুর ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার করাতে হবে।প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আরও দুই রিয়াল তারকাকেও মাঠের বাইরে কাটাতে হবে। ভাজকেজ ছিটকে গেলেন প্রায় তিন সপ্তাহের জন্য। রদ্রিগোর মাঠে ফিরতে ফিরতে এক মাস লাগবে। 

ফলে ভিনিসিয়াস হ্যাটট্রিক করে সান্তিয়াগো বার্নাব্যুতে জয় এনে দিলেও রিয়ালের খারাপ সময় কাটছে না। এল ক্লাসিকোয় বার্সার কাছে বিধ্বস্ত হয়েছিল। পরে চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে হার হজম করতে হয়েছে। তার পরে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে জয়ের রাতে চোট আঘাত সমস্যা বাড়িয়ে দিল রিয়াল শিবিরের।