আজকাল ওয়েবডেস্ক: বল হাতে গতির ঝড় তোলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৪৯ কিমি বেগে বল করেছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪৬-১৪৭ কিমি বেগে বল করেন। কিন্তু দেড়শো কিলোমিটার ছুঁতে পারেননি তিনি। তা নিয়ে বাংলাদেশের তারকার কটাক্ষ হজম করতে হয় ভারতের গতিদানব মায়াঙ্ক যাদবকে। স্বদেশীয় মুরলী কার্তিকও জবাব দিয়ে দেন সেই বাংলাদেশি তারকাকে। 

বিষয়টা কী? ধারাভাষ্য দেওয়ার সময়ে তামিম ইকবাল বলেন, ''মায়াঙ্ক যাদব এই সিরিজে দেড়শো কিলোমিটার বেগে বল করতে পারেনি।'' এর জবাবে মুরলী কার্তিক বলেন, ''বাংলাদেশও দেড়শো করতে পারেনি।'' 

অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত। সূর্যকুমার যাদবের দল প্রথমে ব্যাট করে পাহাড়প্রমাণ ২২১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় ১৩৫ রানে। মুরলী কার্তিক সেটাই উল্লেখ করেছেন তামিমকে জবাব দেওয়ার জন্য। 

তবে চোট সারিয়ে ফিরে আসার পরে মায়াঙ্ক যাদব কিন্তু রীতিমতো নজর কেড়েছেন। গতির দিকে নজর না দিয়ে লাইন ও লেন্থের উপরে বেশি জোর দেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের পেস আক্রমণ নিয়ে কৌতূহলী হয়ে পড়ছেন ভারতের ক্রিকেট ভক্তরা। দেশের প্রাক্তন বোলার আর পি সিং বলছেন, ''অস্ট্রেলিয়ায় আকাশদীপকে দলে নেওয়া উচিত। অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতিতে আকাশদীপের বোলিং স্টাইল কাজে লাগবে। মায়াঙ্ক যাদবের গতি রয়েছে। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে গতি জরুরি তবে আরও কিছু বিষয় রয়েছে। আরও বৈচিত্র্য ও স্কিল জরুরি মায়াঙ্কের। মায়াঙ্ক এখন শেখার প্রক্রিয়ায় রয়েছে।''