আজকাল ওয়েবডেস্ক: ফুটবল এবং কলকাতা সমার্থক শব্দ। এবার সেই শহরেই ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির ট্রফি ট্যুরের সাক্ষী থাকা স্বপ্ন সত্যি হওয়ার মতো। সেই সুযোগ হাতছাড়া করেনি তরুণ প্রজন্ম। বৃষ্টি মাথায় নিয়েই শহরের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং ফুটবল ভক্তরা হাজির ছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ম্যাঞ্চেস্টার সিটির প্রিমিয়ার লিগ ট্রফি ট্যুরের সাক্ষী থাকতে সকাল থেকেই ইউনিভার্সিটি প্রাঙ্গণ জমজমাট।

অপেক্ষা ছিল ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা শন রাইট ফিলিপসের। বুধ দুপুরে বৃষ্টির মধ্যেই এসএনইউতে প্রবেশ করেন প্রাক্তন তারকা। ব্রিটিশ উইঙ্গারের এক ঝলক পেতে ভিড় উপচে পড়ে। নিরাশ করেননি রাইট। বল পায়ে দেখা যায় ম্যান সিটির প্রাক্তন তারকাকে। বেশ কয়েকটা শট গোলে মারেন। শন রাইট ফিলিপসকে নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। খুদেদের সঙ্গে ফটোসেশনে মাতেন তারকা ফুটবলার। ছাত্রছাত্রীদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন। দিনব্যাপী চলে ফুটবল কার্নিভাল। ফুটবল কুইজ থেকে শুরু করে নানান কার্যকলাপ চলে। 

টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরী বলেন, 'বৃষ্টির মধ্যে এত মানুষের আগ্রহ দেখে ম্যাঞ্চেস্টার সিটির আধিকারিকরা অবাক হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম ৮০০ থেকে ১০০০ রেজিস্ট্রেশন হবে। সেখানে ৫০০০ হয়েছে। এই সংখ্যাই সবকিছু বলে দিচ্ছে। আমরা ভাবি বাবা-মায়েদের খেলায় আগ্রহ বা উৎসাহ নেই। কিন্তু এই ভুল ভেঙে গিয়েছে। তাঁরাই বেশি উৎসাহী।'

মুম্বই, দিল্লি হয়ে প্রিমিয়ার লিগের ট্রফি এবং এফএ কমিউনিটি শিল্ড এল কলকাতায়। টানা চারবার প্রিমিয়ার লিগ জেতার নজির গড়েছে ম্যান সিটি। সেই ট্রফি চাক্ষুষ করতে পেরে অভিভূত টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরী। তিনি বলেন, 'চোখের সামনে ইপিএলের ট্রফি, পুরো স্বপ্নের মতো। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে বড় হয়েছি। তাই এই ট্রফি চাক্ষুষ করার একটা আলাদা আবেগ রয়েছে। দিল্লির পর এই ট্রফি ট্যুর আবু ধাবিতে হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা ফুটবলের শহর। আমরা ভাবলাম কেন এখানকার ভক্তরা এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবে না! এখানে এসে ম্যান সিটির লোকজন অভিভূত।' বুধবার বিকেলে ট্রফি ট্যুরের অনুষ্ঠানে টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর দেবদূত রায়চৌধুরী ছাড়াও ছিলেন ম্যান সিটির দুই আধিকারিক। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hatchlab Innovations (@hatchlabinnovations.official)