আজকাল ওয়েবডেস্ক:‌ সিডনিতে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। সিডনির হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে পরিস্থিতি স্থিতিশীল। বার্তাও দিয়েছেন, যে তিনি সুস্থ আছেন। 


প্রসঙ্গত, সিডনি ম্যাচে অ্যালেক্স ক্যারির শটটা উপরে উঠে গিয়েছিল। উল্টোদিকে বেশ কিছুটা ছুটে গিয়ে বলটি তালুবন্দি করেন শ্রেয়স। কিন্তু ভারসাম্য না রাখতে পেরে মাটিতে পড়ে যান। শ্রেয়সের কোমরের বাঁদিকে ভালই চোট লাগে। যদিও ক্যাচটি মিস করেননি তিনি। এরপরই মাঠ থেকে বেরিয়ে যান শ্রেয়স। 


চোট লাগা জায়গায় রক্তক্ষরণ হচ্ছিল। যা প্রাণঘাতী হতে পারত। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় আপাতত বিপদ্মুক্ত শ্রেয়স। কবে ফিরবেন মাঠে?‌
জানা গিয়েছে, অন্তত দু’‌মাস মাঠের বাইরে থাকতে হবে শ্রেয়সকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ সূত্রে খবর, জানুয়ারির আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই শ্রেয়সের। এর অর্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে শ্রেয়স খেলতে পারবেন না। 

 

আরও পড়ুন:‌ মাহির পরিবর্ত উর্বিল?‌ কী বলছেন চেন্নাই ভক্তরা জানুন 


বোর্ডের এক সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‌শ্রেয়সের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। চিকিৎসকদের কথা অনুযায়ী সব হবে। এখনও অবধি যা পরিস্থিতি জানুয়ারিতে হয়ত খেলার মতো অবস্থায় চলে আসবে শ্রেয়স। আপাতত সিডনিতেই থাকবে শ্রেয়স। যতদিন না বিমানযাত্রার ধকল নিতে পারবে ততদিন দেশে ফিরতে হবে না আইয়ারকে।’‌


নভেম্বরের শেষে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তাতে খেলার সম্ভাবনা নেই শ্রেয়সের। এরপর ১১ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেও শ্রেয়স যে ফিরবেনই তা এখনই বলা যাচ্ছে না। তবে একটা সম্ভাবনা রয়েছে। 


এদিকে, শ্রেয়সের টি–টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনাও ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ এরপর টি২০ দলে ফেরার জন্য তিনি কোনও সুযোগ পাবেন না। এদিকে আইয়ার যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে না থাকেন, তবে ভারতের হয়ে তাঁর পরবর্তী অভিযান হবে আগামী বছরের জুলাইয়ে সীমিত ওভারের ইংল্যান্ড সফরে। এমন পরিস্থিতিতে আইয়ার আইপিএলের সময় ক্রিকেট মাঠে ফিরতে পারেন। যদি না নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে দেখা না যায়।