আজকাল ওয়েবডেস্ক: আগের আইএসএলের অন্যতম আবিষ্কার মাদি তালাল। পাঞ্জাবের জার্সিতে নজর কাড়েন ফরাসি প্লেমেকার। একাই ইস্টবেঙ্গলের কালঘাম ছুটিয়ে দেন। কিন্তু লাল হলুদ জার্সিতে শুরুটা ভাল হলেও, হঠাৎই পারফরম্যান্স গ্রাফ নীচের দিকে তালালের। প্রথম দুই ম্যাচ দেখে মনে হয়েছে এখনও সম্পূর্ণ ফিট নয়। কিন্তু একশো শতাংশ ফিট হওয়ার আগেই অ্যাসিড টেস্টের মুখে লাল হলুদের মিডফিল্ডার। গোয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না সল ক্রেসপো। যার ফলে মাঝমাঠ একাই সামলাতে হবে তাঁকে। মাদির ওপর অনেকটাই নির্ভর করবে ইস্টবেঙ্গলের ভাগ্য। ম্যাচের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার জন্য কতটা তৈরি তিনি? তালাল বলেন, 'জানি না সল খেলতে পারবে কিনা। না পারলে বাকিদেরও ভাল খেলতে হবে। সবাইকেই নিজের সেরাটা দিতে হবে। আমরা এবার অনেকটাই আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছি। কিন্তু প্র্যাকটিস এবং ম্যাচ সম্পূর্ণ আলাদা। ধীরে ধীরে আমরা উন্নতি করার চেষ্টা করছি।' 

আগের বছরগুলোর তুলনায় এবার দল অনেক শক্তিশালী। কিন্তু তাসত্ত্বেও আশানরূপ ফল আসছে না। বরং কেরলের বিরুদ্ধে আগের ম্যাচ অনেকগুলো প্রশ্ন উস্কে দিয়েছে। আসল গলদ কোথায়? এর যথাযথ উত্তর নেই লাল হলুদের প্লেমেকারের কাছে।

তালাল বলেন, 'আমি জানি না কী হচ্ছে। আমরা নিজেদের সেরাটা দিতে পারছি না। আরও ভাল খেলতে হবে। দলে অনেক নতুন প্লেয়ার যোগ দিয়েছে। নিজেদের মধ্যে এখনও সম্পূর্ণ বোঝাপড়া গড়ে ওঠেনি। তবে ফুটবলে খুব বেশি সময় পাওয়া যায় না। আশা করছি আমরা পরের ম্যাচে ভাল খেলব।' সমর্থকদের উপস্থিতিতে নিজেকে উজাড় করে দিতে তৈরি মাদি। তিনি বলেন, 'এটা আমার প্রথম ম্যাচ নয়। আমি ডুরান্ড কাপেও এখানে খেলেছি। আইএসএলে এই প্রথম আমরা সমর্থকদের সামনে নামব। সাপোর্টারদের সামনে নিজের সেরাটা বেরিয়ে আসবে।' একাধিক ভুলের মধ্যে অন্যতম শেষদিকে গোল হজম। ম্যাচের অন্তিমলগ্নে মনোসংযোগ ধরে রাখার বার্তা দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার। 

ছবি: অভিষেক চক্রবর্তী