আজকাল ওয়েবডেস্ক: তাঁরা দুই বন্ধু। বার্সেলোনায় খেলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। এখন ইন্টার মিলানে একসঙ্গে খেলছেন। অভিন্ন হৃদয় বন্ধু তাঁরা। বলা হচ্ছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের কথা। উরুগুয়ের তারকা ফুটবলার স্থির করে ফেলেছেন লিও মেসির সঙ্গে তিনি অবসর নেবেন।
মেসি এখনও তাঁর কেরিয়ারের শেষবেলায় সূর্যের আলো ছড়াচ্ছেন। মেসির পাস থেকে গোল করছেন সুয়ারেজ। দুই বন্ধুর জন্যই এগিয়ে চলেছে ইন্টার মায়ামি।মেজর লিগ সকারে ইন্টারের পরবর্তী ম্যাচ টাইগ্রেসের সঙ্গে। সেই ম্যাচের বল গড়নোর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে সুয়ারেজ বলেন, ''আমাদের দু'জনকে নিজেদের ও পরিবারের কথা ভেবে এখন সিদ্ধান্ত নিতে হবে। আমি মেসির সঙ্গেই বিদায় নিতে চাই। ইন্টার মায়ামিতে আমি ভালই আছি। ক্লাব যদি মনে করে আমি এখানেই বিদায় নিই, তাহলে তাই করবো।''
সুয়ারেজের অবসরের ভাবনার কথা শুনে ক্রিকেটপ্রেমীদের মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার কথা মনে পড়ে যেতে পারে। দুই তারকাই একই দিনে সময়ের সামান্য ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। দিনটা ছিল ১৫ আগস্ট।
মেসি ও সুয়ারেজ বহাল তবিয়তে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবলে। আগামী বছর বিশ্বকাপেও নামবেন মেসি। যতই তাঁর বয়স বাড়ুক, মেসিকে কেন্দ্র করেই রণনীতি আবর্তিত হবে।
ক্লাব বিশ্বকাপে প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে মেসির গোলের গন্ধ মাখা পাস থেকেও গোল করতে পারেননি সুয়ারেজ। ইব্রাহিমোভিচের মতো প্রাক্তন ফুটবলার বলেছিলেন, মেসির কোনও দোষ নেই। কয়েকজন স্ট্যাচুর সঙ্গে খেলেছে মেসি।
৩৮ বছর বয়সী উরুগুয়ের তারকা ফুটবলার বলছেন, ''আমি আরও ভাল ফুটবল তুলে ধরতে পারি। ফুটবলে সব নিজের অনুকূলে আসে না।'' সুয়ারেজ-সুলভ পারফরম্যান্স করতে না পারলে তিনি আত্মসমালোচনা করেন। ইন্টার মায়ামিকে এগিয়ে নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য সুয়ারেজের। যে ক'দিন মেসির সঙ্গে জুটি বেঁধে খেলছেন তিনি, ফুটবলপ্রেমীরা উপভোগ করে নিন। তাঁরা সরে গেলে মনে হবে আকাশ থেকে হারিয়ে গেল সূর্য।
আরও পড়ুন: গোল পেলেন এমবাপে, জয় দিয়ে লা লিগা অভিযান শুরু রিয়ালের
