আজকাল ওয়েবডেস্ক: জাহির খানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। পরের আইপিএলে আর সঞ্জীব গোয়েঙ্কার দলের ডাগআউটে দেখা যাবে না তারকা পেসারকে। ফ্র্যাঞ্চাইজির এক সূত্র বলেন, 'এলএসজি জাহির খানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। নতুন মেন্টরকে আরও বড় দায়িত্ব দেওয়া হবে। তাঁকে আরপিএসজি গ্রুপের বাকি ফ্র্যাঞ্চাইজির দেখভালও করতে হবে।' বর্তমানে 'দ্য হান্ড্রেড' এর জন্য ব্রিটেনে আছেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি দেশে ফেরার পর একজন ক্রিকেট ডিরেক্টরের নাম ঘোষণা করবেন। তিনিই সারা বছর এলএসজির অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ডারবান সুপার জায়ান্টস এবং ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দেখভাল করবেন।
২০২৩ আইপিএলের পর গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে যোগ দেন জাহির খান। মর্নি মরকেলের বিদায়ের পর বোলিং কোচের ভূমিকাতেও দেখা যায় তাঁকে। গম্ভীর লখনউ ছাড়ার পর তাঁর সঙ্গে টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে যোগ দেন মরকেল। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জাহির। প্রথমে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যোগ দেন। তারপর হেড অফ গ্লোবাল ডেভেলপমেন্ট হন। কয়েক সপ্তাহ আগে নতুন বোলিং কোচ হিসেবে যোগ দেন ভরত অরুণ। এলএসজির সূত্র জানান, 'অরুণের ভূমিকাও অনেক বড় হতে চলেছে। ডারবান সুপার জায়ান্টসের পেসারদের নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি তাঁদের জন্য বোলার স্কাউট করতে হবে। পরের বছর থেকে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ক্ষেত্রেও একই দায়িত্ব পড়বে।'
ঋষভ পন্থের নেতৃত্বে প্রথম বছরটা ভুলে যেতে চাইবে লখনউ। আগাগোড়াই ধারাবাহিকতার অভাব ছিল। তারওপর ব্যাট হাতে পন্থের ব্যর্থতা। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। সমস্যার সমাধান খুঁজতে শুরু করেছে সঞ্জীব গোয়েঙ্কার দল। প্রথমে ভরত অরুণকে নেওয়া হয়। তারপর ছেঁটে ফেলা হচ্ছে জাহিরকে। লখনউতে যোগ দিয়ে খুশি ভরত অরুণ। তিনি বলেন, 'লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়া সম্মানের। পেশাদার ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্য আছে। সঞ্জীব গোয়েঙ্কা এবং ম্যানেজমেন্টের সঙ্গে খুব ইতিবাচক কথাবার্তা হয়েছে। তরুণ প্রতিভা তুলে আনার চেষ্টা আছে। দূরদর্শী। এটাই আমাকে সবচেয়ে উত্তেজিত করছে। এলএসজিতে আকাশ দীপ, আবেশ খান, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, মহসিন খান এবং আকাশ সিংরা আছে। প্রত্যেকের মধ্যে ভাল কিছু করার ক্ষমতা রয়েছে। আমার দায়িত্ব এদের গড়ে তোলা। যাতে ওরা বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।' অনেক ঘটা করে আগের বছর জাহির খানকে এনেছিল লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার আলিপুরের অফিসে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এলএসজির জার্সি তুলে দেওয়া হয় জাহিরের হাতে। উপস্থিত ছিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল, লখনউয়ের বোলিং কোচ বা মেন্টর হতে পারেন ভারতের প্রাক্তন তারকা। গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে যোগ দেন জাহির। ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে লখনউয়ের। তিন বছরে দু'বার প্লে অফে উঠেছে এলএসজি। এবার সেই গণ্ডি পার করাই ছিল নতুন মেন্টরের লক্ষ্য। কিন্তু তাতে সফল হননি। যার ফলে মাত্র কয়েক মাসেই কাটল মোহ।
