আজকাল ওয়েবডেস্ক: মাঠের ভিতরে তিনি ধমকাচ্ছেন অধিনায়ক লোকেশ রাহুলকে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পরে এই দৃশ্য রীতিমতো আলোড়ন তৈরি করেছিল ভারতের ক্রিকেটমহলে। সংবাদ মাধ্যমে কালি খরচ হয়েছিল। লখনউ কর্ণধার বকাঝকা করছেন দলের অধিনায়ককে, এই দৃশ্য দেখার পরে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, রাহুলকে কী বলছিলেন সঞ্জীব গোয়েঙ্কা? সেই বিতর্কিত অধ্যায় নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি।
লোকেশ রাহুল দিনকয়েক আগে বলেছিলেন, যা হয়েছে তা অনভিপ্রেত ছিল। আর তাঁর দলের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এতদিন পরে মুখ খুলেছেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেছেন, ''কেএল রাহুল আমার পরিবারেরই অংশ। আগামিদিনেও ও একই রকম থাকবে। তিন বছর লখনউয়ের নেতা ছিল। চেষ্টা করেছে দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার। কেএলের নেতৃত্বে ভাল পারফরম্যান্স করেছিল লখনউ। যা হয়েছে তা অতীত। ওর সাফল্য কামনা করি।''
মেগা নিলামের আগে কেএল রাহুলকে রিটেন করেনি লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালস দলে নেয় রাহুলকে। প্রাক্তন অধিনায়কের জন্য একবুক শুভেচ্ছা জানিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ''রাহুল ভাল মানুষ। খুব সৎ ছেলে। আশা রাখি এরকম ভাল মানুষের জন্য যেন ভাল কিছুই ঘটে। অত্যন্ত প্রতিভাবান লোকেশ রাহুল, আশা রাখব বিশ্বমঞ্চে ও যেন নিজের প্রতিভা তুলে ধরতে পারে। আমি নিশ্চিত ও সেটা পারবে।''
কিন্তু সেদিন মাঠে কী হয়েছিল? কেন তিনি ম্যাচের শেষে ধমকাতে গেলেন লোকেশ রাহুলকে? গোয়েঙ্কা বলছেন, ''এমন কিছু মুহূর্ত তৈরি হয়, যখন অনুভূতির প্রকাশ ঘটে। কিন্তু এর জন্য সম্পর্ক কখনও প্রভাবিত হয় না। একটা কথাই বলব, ওর উপরে আমার শ্রদ্ধাও রয়েছে আবার ভালবাসাও রয়েছে।''
