আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মিনি নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন মহম্মদ সামি। গতবছর আইপিএলের আগে সানরাইজার্সের দ্বিতীয় সর্বোচ্চ দামী প্লেয়ার ছিলেন তারকা বোলার। ১০ কোটিতে তাঁকে কেনা হয়। এবার একই দামে তাঁকে নিল লখনউ সুপার জায়ান্টস। লিগের পক্ষ থেকে একটি বিবৃতিতে তেমনই জানানো হয়। সামিকে দলে স্বাগত জানাতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সামির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'হাসুন, আপনি এখন লখনউয়ে। সুপার জায়ান্টস পরিবারে স্বাগত।'
সানরাইজার্সে যোগ দেওয়ার আগে গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারকা পেসার। ২০২৩ আইপিএলে পার্পল ক্যাপ পান। গুজরাটের রানার্স হওয়ার বছরে ১৭ ম্যাচে ২৮ উইকেট সংগ্রহ করেন। ২০২৪ সালে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান। খেতাব জয়ের বছরও সমান সাফল্য ছিল। ২০ উইকেট তুলে নেন। তবে সানরাইজার্সের জার্সিতে গতবছর ফ্লপ হন। ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নেন। গড় ৫৬.১৬। প্রচুর রান গলান।
দেশের জার্সিতে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যায় সামিকে। পাঁচ ম্যাচে ৯ উইকেট নেন। তারমধ্যে একটি পাঁচ উইকেট আছে। বর্তমানে রঞ্জি ট্রফিতে ১৫ উইকেট নেন। কিন্তু তাসত্ত্বেও ব্রাত্য সামি। ইংল্যান্ড সিরিজে সুযোগ পাননি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাঁকে নেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও দলে জায়গা পাননি। যা নিয়ে সোচ্চার বিশ্বক্রিকেট। তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেন ডেল স্টেইন। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের মধ্যাহ্নভোজের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। স্টেইন জানান, তিনি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ থাকাকালীন, সামিকে দলে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেটা রাখা হয়নি। স্টেইন মনে করছেন, জাতীয় দলে ফেরা সামির জন্য কঠিন। পাশাপাশি আইপিএল ভবিষ্যৎ নিয়ে তুললেন প্রশ্ন।
