আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের প্রথম ভাগে নামতেই পারবেন না গতিদানব মায়াঙ্ক যাদব। 

চলতি মাসের ২২ তারিখ থেকে এবারের আইপিএলের বল গড়াবে। তার দিনদশেক আগে যে খবর বেরিয়ে এল, তাতে লখনউ সুপার জায়ান্টসের পরিকল্পনা জোরালো ধাক্কা খেল বলাই যায়। 

লাম্বার স্ট্রেসের চোট থেকে পুরোদস্তুর এখনও সেরে ওঠেননি মায়াঙ্ক। সেন্টার অফ এক্সসেলেন্সে সদ্য বোলিং শুরু করেছেন তিনি। 

গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর থেকে এখানেই রিহ্যাব প্রক্রিয়া চালাচ্ছেন মায়াঙ্ক। কবে মাঠে ফিরবেন, সেই দিনক্ষণ এখনও জানা যায়নি।  তবে যে খবর বেরিয়ে আসছে, তাতে আইপিএলের প্রথমভাগে তাঁকে খেলতে দেখা যাবে না। 

গতবারের আইপিএলে ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল এলএসজি। এবার ১১ কোটি টাকা দাম ওঠে মায়াঙ্কের। 

গতবারের আইপিএলে বল হাতে গতির ঝড় তুলেছিলেন মায়াঙ্ক।  আইপিএলে নিজের প্রথম দু' ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করে চমকে দিয়েছিলেন। জাতীয় দলেও ডাক পান। চারটি ম্যাচ খেলার পরই পাঁজরে টান পড়ায়  ছিটকে যেতে হয় এই তরুণ গতিদানবকে। কিন্তু রিহ্যাব চলাকালীন ফের চোট পাওয়ায় মাঠে ফেরা বিলম্বিত হয়। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয় মায়াঙ্কের।  তিন ম্যাচের সিরিজের তিনটি খেলেন মায়াঙ্ক। উইকেট নেন চারটি। তার পরে ফের চোটের লাল চোখ দেখতে হয় তাঁকে। 

গত মাসে লখনউ সুপার জায়ান্টসের টিম ডিরেক্টরের দায়িত্ব পান ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান। তিনি জানিয়ে দেন, মায়াঙ্ক দেড়শো ভাগ ফিট হলে তবেই তাঁকে খেলানো হবে। পরিস্থিতি এখন যা তাতে আইপিএলের প্রথম পর্বে মায়াঙ্ককে ছাড়াই খেলতে হবে লখনউকে।