আজকাল ওয়েবডেস্ক: আইপিএল থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচ তাদের।
তার আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যাচ্ছে এলএসজি-র তারকা পন্থ খোঁড়াচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজকাল ডট ইন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওয় দেখা যাচ্ছে এলএসজি-র তারকা ক্রিকেটার ঋষভ পন্থ খোঁড়াতে খোঁড়াতে এক খুদে তারকাকে সই দিচ্ছেন। আর এই দৃশ্য়ই কিন্তু ভারতের ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে।
আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। দল ঘোষণা হয়ে গিয়েছে। জাতীয় দলের নেতা শুভমান গিল। ভাইস ক্যাপ্টেন পন্থ।
২০ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে পন্থের চোট কিন্তু চিন্তা বাড়াচ্ছে।
Rishabh Pant giving autograph to fans. ❤️pic.twitter.com/s1ojlXNtfP
— Mufaddal Vohra (@mufaddal_vohra)Tweet by @mufaddal_vohra
চলতি আইপিএলে পন্থের ব্যাট কথা বলেনি। আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার হয়েও পন্থ কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
তার উপরে আইপিএল অভিযানের শেষ লগ্নে এসে চোটের কবলে পড়লেন তারকা উইকেট কিপার।
