আজকাল ওয়েবডেস্ক: আচমকাই বার্সেলোনার মাঠে হাজির লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এমএলএস কাপের প্লে–অফে তোলার পরের দিনই আচমকা বার্সেলোনার ঘরের মাঠে হাজির হলেন লিওনেল মেসি। নতুন করে তৈরি হওয়া ক্যাম্প ন্যুতে তাঁকে দেখা গিয়েছে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্সেলোনায় ফেরার জল্পনা বাড়িয়ে দিলেন মেসি।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়েছেন মেসি। সেখানে তাঁকে ফাঁকা স্টেডিয়ামের ঘাসে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আবার দু’টি ছবিতে তিনি বাইরের রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন স্টেডিয়ামের দিকে।
মেসি লিখেছেন, ‘গত রাতে আমি এমন একটা জায়গায় ফিরেছিলাম যেটাকে আমি হৃদয় দিয়ে মিস করি। একটা জায়গা যেখানে আমি প্রচণ্ড খুশি ছিলাম। যেখানে আপনারা হাজার বার মনে করিয়ে দিয়েছেন যে আমি বিশ্বের সুখীতম মানুষ। আশা করি একদিন আমি ফিরতে পারব। খেলোয়াড় হিসাবে বিদায় জানাতে নয়। কারণ আমি সেটা কোনও দিন চাইনি।’
এটা ঘটনা, দীর্ঘদিন ধরে কাজ চলছে ক্যাম্প ন্যুতে। নতুন করে তৈরি হওয়া স্টেডিয়াম সম্পূর্ণ হওয়ার সময়সীমা পিছিয়ে গিয়েছে বার বার। আর্থিক এবং প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে গত সপ্তাহে প্রথম বার এই মাঠে অনুশীলন করে বার্সেলোনা দল। ২৩ হাজার সমর্থক হাজির হয়েছিলেন। আন্তর্জাতিক বিরতির পর অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ক্যাম্প ন্যুতে প্রথম বার খেলবে বার্সেলোনা। স্টেডিয়াম সম্পূর্ণ হয়ে গেলে হয়তো মেসিকে সম্মান জানানো হতে পারে।
