আজকাল ওয়েবডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের তারকা ফুটবলার রাফিনিয়া বলেছিলেন, ''আর্জেন্টিনাকে আমরা গুঁড়িয়ে দেব।''
বর্তমানে বার্সেলোনায় খেলেন রাফিনিয়া। ব্রাজিলের প্রাক্তন গোলমেশিন রোমারিওর সঙ্গে কথা বলার সময়ে রাফিনিয়া এমন মন্তব্য করে বসেন। তাঁর সেই মন্তব্য নীল-সাদা জার্সিধারীদের এতটাই তাতিয়ে দিয়েছিল যে মাঠে নেমে আর্জেন্টিনা বিধ্বস্ত করে ব্রাজিলকে। শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় আর্জেন্টিনা ৪ ব্রাজিল ১।
মাঠের ভিতরে রাফিনিয়া বিতর্কে জড়িয়ে পড়েন। আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দি ব্রাজিলীয় তারকা রাফিনিয়াকে কম কথা বলার পারমর্শ দেন।

এবার লিওনেল মেসি মুখ খোলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এলএম ১০ যা লেখেন, সেটাই অনেকে মনে করছেন মেসির জবাব রাফিনিয়াকে। কী লিখেছেন মেসি? আর্জেন্টাইন মহাতারকা তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, ''দেশে হোক বা বিদেশে, সব সময়ে জাতীয় দলের সঙ্গে রয়েছি। সব সময়ে ফুটবল নিয়ে কথা বলতে পছন্দ করি। গত রাতে দুর্দান্ত ম্যাচ খেলেছে দল। তার জন্য অভিনন্দন জানাই। উরুগুয়ের বিরুদ্ধে জয়ের জন্যও অভিনন্দন জানাই।''
২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু বুয়েনস আইরসে ব্রাজিলকে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে তাঁরা। যার ফলে সেলেকাওদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। এখনও বিশ্বকাপের টিকিট পায়নি ব্রাজিল। চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে টিকিট জোগাড় করে জাপান, নিউজিল্যান্ড এবং ইরান।
