আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র সংগ্রহ করল আর্জেন্টিনা। ভারতীয় সময় বুধবার ভোরে ঘরের মাঠে ফিফা কোয়ালিফায়ারে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারাল লিয়োনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু বুয়েনোস আইরসে ব্রাজিলকে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে তাঁরা।
আর ব্রাজিলকে হারানোর পরে ভারতের জন্য সুখবর দিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। চলতি বছরের অক্টোবরে লিয়োনেল মেসির আর্জেন্টিনা ভারত সফরে আসবে। কেরলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, ''আমাদের দলের সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক অর্জন করা হয়েছে, যা ভারত এবং সিঙ্গাপুর উভয় ক্ষেত্রেই নতুন সুযোগের সূচনা করেছে।''
এর আগেও আর্জেন্টিনা ভারতে এসেছিল। কলকাতায় আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলেছিল ভেনিজুয়েলার বিরুদ্ধে। কলকাতায় অনুষ্ঠিত সেই ম্যাচে নিকোলাস ওটামেন্দির গোলে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। আলেয়ান্দ্রো সাবেয়া ছিলেন নীল-সাদা জার্সিধারীদের কোচ। তাঁর কোচিংয়ে আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। শেষ মুহূর্তে গোল হজম করে সেবার মেসির স্বপ্ন ভাঙে।
