আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দল পাননি তিনি। নিলামে তাঁর প্রতি উৎসাহই দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থেকে গিয়েছেন তিনি। অথচ তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল খেতাব জিতেছিল। তিনি ডেভিড ওয়ার্নার।

আইপিএলে জায়গা না হওয়ায় অজি তারকা চলে যান পড়শি দেশ পাকিস্তানের লিগে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংস দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। ১১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। ১২ এপ্রিল করাচি কিংসের প্রথম ম্যাচ মুলতান সুলতানসের বিরুদ্ধে। 

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ওয়ার্নারকে নিয়ে উৎসাহী না হলেও পিএসএলের নিলামে করাচি কিংস তাঁকে ৩ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে দলে নেয়। পিএসএলের ড্রাফটে ওয়ার্নারই সবচেয়ে দামি তারকা। 

করাচি কিংস সোশ্যাল মিডিয়ায় নতুন মরশুমের জন্য তাদের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। ২০২৪ সালের পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের ক্যাপ্টেন ছিলেন শান মাসুদ। গত সংস্করণের পিএসএল ভুলে যেতে চাইবেন করাচি কিংসের সমর্থকরা। ১০টি ম্যাচে মাত্র ৪টিতে জিতেছিল করাচি কিংস। 
ফ্র্যাঞ্চাইজির মালিক সলমন ইকবাল বলেন, ''করাচি কিংস পরিবারের অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকে স্বাগত জানাই। তাঁর নেতৃত্ব এবং ম্যাচ জেতানো পারফরম্যান্স আমাদের দলের দর্শনের সঙ্গে মিলে যায়।''