আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। গৌতম গম্ভীরের সমালোচনা করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম টেস্ট হেরে ০-১ এ পিছিয়ে টিম ইন্ডিয়া। প্রথম এবং দ্বিতীয় টেস্টের মধ্যে এক সপ্তাহের বিরতি ছিল। তাসত্ত্বেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পাঁচের মধ্যে তিন টেস্ট খেলানোর সিদ্ধান্ত বহাল রাখে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। গৌতম গম্ভীর, শুভমন গিলদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রবি শাস্ত্রী, ডেল স্টেইন এবং কুমার সাঙ্গাকারা। টেস্টের গুরুত্ব অনুযায়ী বুমরাকে বিশ্রাম দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। গত সেপ্টেম্বর থেকে সাতটি টেস্টে হেরেছে ভারত। মাত্র একটিতে জিতেছে এবং একটি ড্র হয়েছে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমারা সাঙ্গাকারা মনে করেন, পরিস্থিতি অনুযায়ী ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক নয়।
কে এবং কারা এই সিদ্ধান্ত নেয়, সেই নিয়ে প্রশ্ন তোলেন। সাঙ্গাকারা বলেন, 'কেমন ভাবে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়, এবং কারা নেয়? এটা কি প্লেয়ারদের সঙ্গে বা ফিজিওদের সঙ্গে কথা বলে নেওয়া হয়? লর্ডস টেস্ট কি সিরিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? সিরিজ কঠিন জায়গায় আছে। স্কোর দেখলে, ম্যাচটা সমান সমান। পাঁচ উইকেট পড়ে যাওয়ায় হয়ত একটু ইংল্যান্ডের দিকে ঝুঁকে। আমি আশা করেছিলাম, কোচ বুমরার কাছে গিয়ে বলবে, আমরা ভেবেছিলাম তুমি তৃতীয় এবং পঞ্চম টেস্ট খেলবে, কিন্তু আমরা তোমাকে প্রথম এবং দ্বিতীয় টেস্টে খেলাতে চাই।' লর্ডস টেস্টে তাঁকে ফিট রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, ০-২ এ পিছিয়ে পড়লে, লর্ডস টেস্টে ঘুরে দাঁড়ানোর কতটা সম্ভব হবে? সাঙ্গাকারা মনে করেন, সম্প্রতি রেজাল্টের জন্য চাপে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই দলে একাধিক পরিবর্তন করা হয়েছে।
