আজকাল ওয়েবডেস্ক: ভারতের বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছেড়ে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। রবিবার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে এখনও ২টি ম্যাচ বাকি ভারতের। চলতি সিরিজের ফলাফল ১-১। এদিন অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফিরিয়ে আনে গৌতম গম্ভীরের দল।
বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''ভারতীয় টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে অংশ নেওয়ার জন্য কুলদীপকে ছাড়া হচ্ছে।'' চারদিনের দ্বিতীয় ম্যাচটি হবে ৬ নভেম্বর।
প্রথম চার দিনের ম্যাচ জিতে নিয়েছে ভারত এ দল। ঋষভ পন্থ দুরন্ত ৯০ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্যই কুলদীপকে ছাড়া হচ্ছে বলে জানানো হয় বোর্ডের তরফ থেকে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কুলদীপ খেলেন। তিনি ৪৫ রানে ২টি উইকেট নেন।
এদিকে রবিবার মেলবোর্নের বদলা হোবার্টে নিল ভারত। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালেন সূর্যর ছেলেরা। তবে একপেশে নয়,ওয়াশিংটন সুন্দরের সুন্দর ক্রিকেট এবং টিমগেমে ভর করে ম্যাচ পকেটে পুরে নিল ভারত।
