আজকাল ওয়েবডেস্ক: টি–২০ সিরিজে নাও পাওয়া যেতে পারে একদিনের দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে।
একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। এবার সামনে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ। তবে প্রথম ম্যাচের আগে চিন্তা কিউয়ি শিবিরে। একদিনের সিরিজে নিউজিল্যান্ড দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই মাইকেল ব্রেসওয়েলকে সিরিজে না–ও পাওয়া যেতে পারে। চোট রয়েছে তাঁর। ফলে একদিনের সিরিজে থাকা ক্রিশ্চিয়ান ক্লার্ককে রেখে দেওয়া হয়েছে ভারতে। কিউয়ি কোচ রব ওয়াল্টার এই খবর জানিয়েছেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে ওয়াল্টার বলেছেন, ‘আগামীদিনে ব্রেসওয়েলের চিকিৎসা করা হবে এবং নজরে রাখা হবে। টি–টোয়েন্টিতে ও খেলতে পারবে কি না, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘দলের সঙ্গে নাগপুরে গিয়েছে ব্রেসওয়েল। তবে টি–২০ সিরিজের আগে সময় খুব কম। প্রথম ম্যাচের আগে আমাদের তৈরি থাকতে হবে। চোট কাটিয়ে টি–২০ সিরিজে অনেকে ফিরছে। বাকি কয়েক জন একদিনের দল থেকে আসবে।’
একদিনের সিরিজ জয় নিয়ে কিউয়ি কোচ বলেছেন, ‘ইতিহাস তৈরি করেছি আমরা। অনেকগুলো ভাল পারফরম্যান্স হয়েছে।’ কেন ক্লার্ককে দলে রাখা হল সে প্রসঙ্গে ওয়াল্টার জানিয়েছেন, দলে পর্যাপ্ত পরিমাণে জোরে বোলার রাখার কারণেই এই সিদ্ধান্ত। ওয়াল্টারের কথায়, ‘আমরা চাই প্রথম তিনটি ম্যাচে যেন আমাদের হাতে যথেষ্ট বিকল্প থাকে। প্রথম বার ভারত সফরে এসে দলের সঙ্গে আরও কিছুদিন থাকলে ক্লার্কেরও অনেক উপকার হবে।’
এদিকে, টি–২০ দলের অধিনায়ক মিচেল স্যান্টনারের আশা একদিনের সিরিজের ফর্ম টি–২০ সিরিজেও ধরে রাখবেন ড্যারিল মিচেল। স্যান্টনারের কথায়, ‘স্পিনের বিরুদ্ধে সমস্যা হত ওঁর। কিন্তু অনেক পরিশ্রম করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন স্পিনটা ভাল খেলছে। আশা করব টি–২০ সিরিজেও মিচেলের থেকে এই পারফরম্যান্সই পাব।’
