আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তীব্র সমালোচনা। চতুর্দিকে 'গেল গেল' রব উঠেছে। এমন আবহে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানিয়ে দিলেন, তিনি বল করলেও উইকেট পেতে পারতেন। 

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ''পিচটা মোটেও ভাল ছিল না। গম্ভীর ম্যাচের শেষে বলেছে, এই পিচে কোনও জুজু ছিল না। কিন্তু আমার মতে, উইকেট খুবই খারাপ ছিল। টেস্ট ম্যাচের উইকেট মোটেও ছিল না। খেলা যদি আড়াই দিনে শেষ হয়ে যায়, তাহলে উইকেটে নিশ্চয় কিছু আছে।'' 

ইডেনের ঘূর্ণি পিচে কোনও দলই বড় রান পায়নি। প্রোটিয়া ব্রিগেডের রান তাড়া করতে নেমে ভারত একশো রানের গণ্ডিও টপকাতে পারেনি। 

দেশের প্রাক্তন ওপেনার আলো ফেলছেন দুই দেশের স্কোরে। শ্রীকান্ত বলেন, ''এই ধরনের ঘূর্ণি পিচে ভারত ব্যাকফুটে থাকে। রানগুলো দেখুন, ১৫৯, ১৮৯, ১৫৩ ও ৯৩। এই উইকেটে সমস্যা ছিল। প্রথম দিনে বুমরাহর বল মার্করামের মাথার উপর দিয়ে চলে যায়। পেসারদের ক্ষেত্রে উত্থান-পতন ছিল উইকেটে। স্পিনারদের ক্ষেত্রে পিচ ছিল ঘূর্ণি। এই পিচে আমিও বল করলে উইকেট নিতে পারতাম। স্টাম্প টু স্টাম্প বল করলে উইকেট পেতামই।''

এই প্রজন্ম দেখেনি শেন ওয়ার্নের স্পিন। এখনকার প্রজন্মের মহাতারকা ব্যাটারদের সামলাতে হয়নি মুথাইয়া মুরলীধরনের মতো স্পিনারকে। দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ইডেনে দৈত্য হয়ে ধরা দিলেন। কেশব মহারাজও ভেল্কি দেখালেন।

প্রশ্ন উঠতে পারে, তাঁরা কি ওয়ার্ন-কুম্বলে-মুরলীকেও ছাপিয়ে গেলেন? ভারতীয় ব্যাটাররা স্পিন ভাল খেলেন বলে সুনাম রয়েছে। সেই স্পিনের বিরুদ্ধেই তো ভারতীয়দের অয়ারাম-গয়ারাম ব্যাটিং দেখে হতবাক সবাই। ১২৪ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারতের যাবতীয় প্রতিরোধ শেষ হয়ে গেল ৯৩ রানে। শুরুতে ধাক্কা দেন ইয়ানসেন।

ভারতীয়দের মধ্যে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩১ রান করেন। শেষের দিকে অক্ষর প্যাটেল পাল্টা মারের খেলা শুরু করেছিলেন। দুটো ছক্কা হাঁকিয়ে বুকের উপরে চেপে বসা পাহাড়টা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর জন্য যে শেষ হাসি তোলা ছিল না। 

শুভমান গিল নামতে পারবেন না, এটা জানাই ছিল। তাঁকে ছাড়া দ্বিতীয় ইনিংসে খেলাটা কঠিন ছিল ভারতের পক্ষে। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয় রবিবার। আড়াই  দিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। ভারতের এই হারের পরে অনেকেই পিচকে দুষবেন। কৃষ্ণমাচারি শ্রীকান্ত যেমন বলছেন। দোষ দিচ্ছেন ইডেনের বাইশ গজকে। কিন্তু প্রোটিয়া অধিনায়ক বাভুমা এই পিচেই নিখুঁত ভাবে ব্যাটিং করে দেখিয়ে দিয়েছেন পিচে জুজু নেই। দক্ষতাই শেষ কথা।  সেই দক্ষতাই দেখাতে পারেননি ভারতের ব্যাটাররা।