আজকাল ওয়েবডেস্ক: পাঁচদিন পরই শুরু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট। লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরের শেষে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর প্রথমবার টেস্টে নামবেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। সবার নজর থাকবে সেদিকে। তবে আরও একটি বিষয় নিয়ে আগ্রহ থাকবে ক্রিকেটপ্রেমীদের। কেএল রাহুলের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে, নাকি গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে থাকা তরুণ সরফরাজ খানকে সুযোগ দেওয়া হবে? বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে দু'জনেই রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগের সদ্ব্যবহার করেন সরফরাজ। সেক্ষেত্রে তাঁকে প্রাধান্য দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
কেএল রাহুল প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া জানান, সারা জীবন রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছায়ায় ঢাকা থাকবেন রাহুল। যদিও প্লেয়ার হিসেবে তাঁকে খুবই পছন্দ ভারতের প্রাক্তনীর। আকাশ চোপড়া বলেন, 'ব্যক্তিগতভাবে প্লেয়ার হিসেবে আমি কেএল রাহুলকে পছন্দ করি। তবে ওকে রান করে যেতে হবে। সেটা করতে পারলে এগিয়ে যাবে। তবে ওর ভাগ্য এমনই যে সারা জীবন ওকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছায়ায় থাকতে হবে। এরা মহাতারকা। আমার মতে রাহুল খুবই প্রতিভাবান। প্রচণ্ড দক্ষ। যতদিন রান পাবে, ততদিন খেলবে। দল ওর মর্যাদা দেয়। তবে ভারতীয় ক্রিকেটে ওর বিরুদ্ধে পরিস্থিতিও খুব দ্রুত তৈরি হয়। ওর পেছনে লাগার লোকের অভাব নেই। একই মানের এবং পেডিগ্রির বাকিরা যে সুযোগটা পাবে, সেটা রাহুলকে দেওয়া হবে না। যদি আমার ওপর কিছু নির্ভর করত, আমি ওকে সুযোগ দিতাম। কারণ ও ভারতের হয়ে প্রচুর রান করেছে, এবং সেটা খারাপ সময়ও।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দশটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিতরা।বছর শেষে ক্যাঙ্গারুদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল।
