আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড ম্যাচের আগে চিন্তামগ্ন ভারতীয় শিবির। শোনা গিয়েছিল, রবিবার গ্রুপের শেষ ম্যাচে নাও পাওয়া যেতে পারে রোহিত শর্মা, মহম্মদ সামিকে। পাকিস্তান ম্যাচে চোট পেয়ে দু'জনেই মাঠ ছেড়েছিলেন। কিন্তু শুক্রবার কেএল রাহুল জানিয়ে দিলেন, দলে ফিটনেসের কোনও সমস্যা নেই। গ্রুপ এ থেকে আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারত এবং নিউজিল্যান্ড। এটা শুধুই নিয়মরক্ষার ম্যাচ। ২০২৩ বিশ্বকাপে ৫০ ওভারের ম্যাচে শেষবার মুখোমুখি হয় দুই দল। ওয়াংখেড়েতে কিউয়িদের ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে যায় টিম ইন্ডিয়া। তারপর সাদা বলের ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়নি। রবিবার নিয়মরক্ষার ম্যাচ হলেও, জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভারতীয় দল। কেএল রাহুল দাবি করেন, দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। তিনি বলেন, 'ফিটনেসের দিক থেকে কোনও সমস্যা নেই। আমি যতদূর জানি, সবাই ফিট আছে। সবাই জিমে ছিল। ট্রেনিংয়েও সবাই হাজির ছিল।'

নিউজিল্যান্ড ম্যাচ এবং সেমিফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান। তাই নকআউট পর্বের আগে কয়েকজন সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু ভারতের উইকেটকিপার ব্যাটার জানিয়ে দিলেন, তেমন কোনও সম্ভাবনা নেই। রাহুল বলেন, 'আমি লিডারশিপ গ্রুপের অঙ্গ নই। আমাকে এই সিদ্ধান্ত নিতে হয় না। যারা খেলার সুযোগ পায়নি তাঁদের খেলানোর একটা প্রবণতা থাকতে পারে। তবে আমি মনে করি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন কিছু হতে পারে। কারণ গ্রুপের শেষ ম্যাচের সঙ্গে সেমিফাইনালের পার্থক্য মাত্র একদিন।' ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার সময় ভারতীয় দলের একনম্বর কিপার হন কেএল রাহুল। ২০২৩ বিশ্বকাপেও তিনিই দলের একনম্বর কিপার ছিলেন। রাহুল জানিয়ে দিলেন, দলে জায়গা পেতে পন্থের সঙ্গে তাঁর প্রতিযোগিতা রয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'মিথ্যে বলব না, পন্থের সঙ্গে প্রতিযোগিতা আছে। ও খুবই প্রতিভাবান ক্রিকেটার। কী করতে পারে দেখিয়ে দিয়েছে। আগ্রাসী মনোভাব নিয়ে খেলে নিমেষে ম্যাচের রং বদলে দিতে পারে। তাই আমাকে বা পন্থকে খেলানো নিয়ে একটা দোটানায় থাকে কোচ এবং অধিনায়ক।' গ্রুপের সব ম্যাচ জিতে একনম্বর দল হিসেবেই শেষ চারে যেতে চান রাহুলরা।