আজকাল ওয়েবডেস্ক:‌ বেঙ্কটেশ আইয়ারকে আর রাখবে না। সিদ্ধান্ত নিয়েই ফেলেছে কেকেআর ফ্রাঞ্চাইজি। 


আইপিএলে এবার চূড়ান্ত ধারাবাহিকতার অভাবে ভুগেছে কেকেআর। ঘরের মাঠে ম্যাচ প্রায় জিততেই পারেনি। বড় আশা করে বেঙ্কটেশ আইয়ারকে ২৪ কোটি টাকা দিয়ে নিলামে কেনা হয়েছিল। তিনি ডাহা ফেল। আরসিবি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই প্লে অফে যাওয়ার যাবতীয় আশা শেষ নাইটদের।


১৩ ম্যাচে ৫ জয় আর ৬ হার। সঙ্গে দুটি বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ। কলকাতার পয়েন্ট সাকুল্যে ১২। বাকি একটাই ম্যাচ। আগামী রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে। কিন্তু সেটা শুধুই নিয়মরক্ষার।


অনেক আশা নিয়ে মধ্যপ্রদেশের ব্যাটারকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু তিনি করেছেন মাত্র ১৪২। তার মধ্যে একটা ম্যাচে শুধু ৬০। সূত্রের খবর, বেঙ্কটেশকে ছেড়ে অন্য কোনও ব্যাটারকে দলে নিতে চাইছে কেকেআর। 


সূত্রের খবর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও আর রাখা হবে না। বদলে হেড কোচের দায়িত্ব দেওয়া হবে অভিষেক নায়ারকে। দলের খোলনলচে বদলে ফেলার ইঙ্গিত দিচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট।


এটা ঘটনা ২০২১ থেকে কেকেআরে আছেন বেঙ্কটেশ। ৬২ ম্যাচে করেছেন ১৪৬৮ রান। একটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। এবার সেই ব্যাটারের উপরেই হল কেকেআরের মোহভঙ্গ।