আজকাল ওয়েবডেস্ক: সোমবার ওয়াংখেড়েতে লজ্জাজনক ভাবে মুম্বইয়ের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। তার পরদিনই ফের দেশের ক্রিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কেকেআরের মেন্টর ডোয়েন ব্রাভো। রভম্যান পাওয়েলকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বোর্ডের সিদ্ধান্তকে ‘সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি’ বলে অভিহিত করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘একজন প্রাক্তন খেলোয়াড় ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভক্ত হিসেবে আমি হতাশ। পাওয়েল যখন অধিনায়কত্ব নিয়েছিলেন, তখন ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিল। তিনি দলকে তৃতীয় স্থানে তুলে এনেছেন। আর বোর্ডের তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিলেন। ক্রিকেটারদের প্রতি এই খারাপ আচরণ কবে শেষ হবে? এটা সম্পূর্ণ অন্যায়!’
পরিসংখ্যান বলছে, রভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ৩৭টি ম্যাচের মধ্যে ১৯টি জিতেছে। তিন বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে পাওয়েলের জয়ের হার ৫১.৩৫%, যা শুধুমাত্র দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামির চেয়ে কম। বর্তমানে পাওয়েল কলকাতা নাইট রাইডার্স শিবিরে রয়েছেন। আইপিএল নিলামে কেকেআর তাঁকে ১.৫ কোটি টাকায় দলে নিয়েছে। তবে এখনও তিনি ব্রাভোর অধীনে কেকেআরের হয়ে মাঠে নামেননি।
