আজকাল ওয়েবডেস্ক: বিশাল অঙ্কে নেওয়া হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার তিনিই। ধরেই নেওয়া হয়েছিল বাঁ হাতিকে অধিনায়ক করা হবে। কিন্তু শেষপর্যন্ত নেতা হিসেবে অজিঙ্ক রাহানেকে বেছে নেওয়া হয়। এই বিষয়ে খোলসা করলেন কেকেআরের সিইও। ভেঙ্কি মাইসোর জানান, অধিনায়কের ভূমিকার জন্য ভেঙ্কটেশের কথা ভাবা হয়েছিল। কিন্তু ম্যানেজমেন্ট মনে করেছে, এইধরনের টুর্নামেন্টে বাড়তি দায়িত্ব তরুণ ক্রিকেটারের ওপর চাপ সৃষ্টি করবে। সেই কারণেই রাহানের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। ভেঙ্কি মাইসোর বলেন, 'আইপিএল যথেষ্ট কঠিন টুর্নামেন্ট। আমরা ভেঙ্কটেশ আইয়ারের কথা ভেবেছিলাম। তবে একজন তরুণের ওপর নেতৃত্বের চাপ পড়তে পারে। অধিনায়কের চাপ সবাই নিতে পারে না। সেই কারণেই রাহানেকে অধিনায়ক করা হয়েছে। কারণ ওর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। একজন অধিনায়কের অভিজ্ঞতা এবং পরিণতিবোধ দরকার। যা অজিঙ্কর আছে। ও ১৮৫ টি আইপিএলের ম্যাচ খেলেছে। সব ফরম্যাট মিলিয়ে ২০০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ভারতীয় দল, মুম্বই এবং আইপিএলে নেতৃত্ব দিয়েছে। আইপিএলের প্রথম সংস্করণ থেকে খেলছে। তাই অবাক হওয়ায় কোনও কারণ নেই।'
রাহানের প্রশংসায় পঞ্চমুখ হলেও, কেকেআরের সিইও জানান, লিডারশিপ গ্রুপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আইয়ার। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাঁকে ভাবা হচ্ছে। এই প্রসঙ্গে ভেঙ্কি মাইসোর বলেন, 'ও ফ্র্যাঞ্চাইজির প্লেয়ার। ওকে বাকিরা সম্মান করে। অবশ্যই ভবিষ্যতের জন্য ওর কথা ভাবা হবে। ওর মধ্যে অধিনায়ক হওয়ার মশলা আছে।' বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চারজন ক্রিকেটার ছাড়া বাকিরা শিবিরে যোগ দিয়েছে।
