আজকাল ওয়েবডেস্ক:‌ গাব্বা টেস্ট থেকে ছিটকে গেলেন উসমান খোয়াজা। প্যাট কামিন্স ও জস হ্যাজলেউড এমনিতেই চোটের জন্য খেলতে পারছেন না। তার উপর খোয়াজার ছিটকে যাওয়াটা আরও বড় ধাক্কা। চোট সমস্যা ইংল্যান্ড শিবিরেও। তবু মঙ্গলবারই ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। 


পিঠের ব্যথা সারেনি উসমান খোয়াজার। পারথে প্রথম টেস্টের সময়ই সমস্যা শুরু হয় অজি ওপেনারের। সেই সমস্যা এখনও চলছে। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে স্টোকসদের বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলা সম্ভব নয়। পারথ টেস্টের পর মঙ্গলবার নেটে প্রথম ব্যাট করেন খোয়াজা। ৩০ মিনিট ব্যাট করার পর সাজঘরে ফিরে যান। পিঠে অস্বস্তি অনুভব করেন তিনি। অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল স্টাফরা পরীক্ষা করে জানিয়েছেন, আরও কিছু দিন বিশ্রাম দরকার ওপেনিং ব্যাটারের। তাঁকে দলের সঙ্গেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খোয়াজা দলের সঙ্গে রয়েছে। ওর রিহ্যাব চলছে। আরও কিছু দিন ওকে এই পদ্ধতির মধ্যে থাকতে হবে। খোয়াজার পরিবর্ত হিসাবে কাউকে দলে নেওয়া হচ্ছে না।’


এদিকে, খোয়াজা ছিটকে যাওয়ায় ব্রিসবেনেও সম্ভবত ওপেন করবেন ট্রাভিস হেড। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে তাঁর আক্রমণাত্মক শতরান অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিয়েছিল। 


এদিকে, দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না কামিন্স এবং হ্যাজলেউড। তাঁরা এখনও ম্যাচ ফিট নন। অস্ট্রেলিয়া শিবির ঝুঁকি নিতে চাইছে না। আশা করা হচ্ছে, ১৭ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্টে তাঁদের পাওয়া যাবে। সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা হবে খোয়াজার জন্যও। তখনও সমস্যা না মিটলে পরিবর্ত হিসাবে কাউকে দলে নেওয়ার কথা ভাবা হবে।


এদিকে, চোটের জন্য ব্রিসবেন টেস্ট খেলতে পারবেন না ইংল্যান্ডের মার্ক উড। তাঁর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন উইল জ্যাকস। উডের বাঁ হাঁটুতে চোট রয়েছে বলে জানানো হয়েছে ইংল্যান্ড শিবির থেকে। জোরে বোলারের পরিবর্তে এক জন অতিরিক্ত ব্যাটার খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টোকসরা। জ্যাকস স্পিন বল ভাল খেলেন। 


ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ:‌ জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার।