আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বড় ধাক্কা। সরে গেলেন বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সের অন্তর্গত স্পোর্টস সায়েন্স এর প্রধান নীতীন প্যাটেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।
সূত্রের খবর, নীতীন প্যাটেল ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা করেছেন। বর্তমানে নোটিস পিরিয়ডে রয়েছেন তিনি। চলতি মাসেই যা শেষ হবে। প্রসঙ্গত, ক্রিকেটারদের চোটের দেখভাল করতেন নীতীন। সামি যখন চোটের জন্য এনসিএ–তে ছিলেন, তখন নীতীন কড়া নজর রাখতেন। আবার বুমরার ক্ষেত্রেও ঠিক তাই।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের ওয়ার্কলোড ও চোটের বিষয়টাই মূলত দেখতেন নীতীন।
সূত্রের খবর, নীতীনের পরিবর্ত খুঁজে নিতে বিসিসিআই শীঘ্রই বিজ্ঞাপন দেবে। ২০২২ সালের এপ্রিলে এনসিএ–তে যোগ দিয়েছিলেন নীতীন। তারপর থেকে ক্রিকেটারদের ওয়ার্কলোড ও চোটের বিষয়টি প্রায় একার হাতেই সামলেছেন তিনি।
ক্রিকেটারদের রিহ্যাব থেকে ফিটনেসের দিকে কড়া নজর রাখতেন তিনি। বুমরা, শ্রেয়স, রাহুল, সামিদের ফিট করে তোলার পিছনে নীতীনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই মুহূর্তে বুমরার চোট নিয়ে কাজ করে চলেছেন নীতীন।
আইপিএলের পরেই ফের ভারতের আন্তর্জাতিক সিরিজ শুরু হয়ে যাবে। তাই নীতীনের উত্তরসূরি খোঁজার কাজ দ্রুত শুরু করে দিতে চায় বোর্ড।
