আজকাল ওয়েবডেস্ক: দুই তারকা ছিলেন তাঁর দলে। ইংল্যান্ড সফরের আগে এই দুই ভারতীয় তারকার ভূয়সী প্রশংসা করলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। 

এত পর্যন্ত পড়ার পরে কৌতূহল হতে পারে, কাদের প্রশংসা করলেন পিটারসেন। এই দুই তারকা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন আইপিএল। একজন লোকেশ রাহুল। অন্য জন করুণ নায়ার। গা ঘামানোর ম্যাচে করুণ নায়ার ইতিমধ্যেই ডাবল হান্ড্রেড করে ফেলেছেন। 

মন্টি পানেসরের মতো প্রাক্তন তারকা বলেছেন, করুণ নায়ারের উপরে নির্ভর করছে অনেককিছু। করুণ নায়ার ইংল্যান্ডের মাটিতেও নিজেকে প্রমাণ করছেন। অন্যদিকে লোকেশ রাহুলকে বিলেতে আগে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেখানকার জলহাওয়ার সঙ্গে যাতে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারেন লোকেশ রাহুল সেই কারণেই তাঁকে লন্ডনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

সব দেখে শুনে পিটারসেন বলছেন, দুই রত্ন। ইংল্যান্ড সফরের আগে অবসরের ধুম পড়ে গিয়েছে ভারতের ক্রিকেটে। প্রথমে রোহিত শর্মা, পরে রোহিত শর্মা। আপাতদৃষ্টিতে একেবারে অনভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ডে যাচ্ছেন শুভমান গিল। লোকেশ রাহুল হয়তো ওপেন করবেন যশস্বী  জয়সওয়ালের সঙ্গে। করুণ নায়ার সামলাবেন মিডল অর্ডার। অনেক কিছু নির্ভর করে রয়েছে এই দুই ক্রিকেটারের উপরে। পিটারসেনের মান রাখবেন তো এই দুই ভারতীয় তারকা?