আজকাল ওয়েবডেস্ক: ১৫ বছর ভারতের মাটিতে কোনও টেস্ট ম্যাচ জেতেনি দক্ষিণ আফ্রিকা। এবার সেই খরা কাটাতে মরিয়া প্রোটিয়ারা। এটাই দক্ষিণ আফ্রিকার সেরা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে টেস্ট ব়্যাঙ্কিংয়ে একনম্বরে। পাকিস্তানের মাটিতে কঠিন সিরিজ ড্র করেছে। তবে এই সিরিজকে অন্যতম কঠিন বললেন কেশব মহারাজ। কলকাতা এবং গুয়াহাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। এবার ভারতে দুই দশকেরও বেশি জয়ের খরা কাটাতে মরিয়া প্রোটিয়া স্পিনার। কেশব মহারাজ বলেন, 'ভারতকে ভারতের মাটিতে হারাতে সবাই তেতে আছে। এই সফরটা খুবই কঠিন। প্রোটিয়াদের ক্যালেন্ডারে অন্যতম কঠিন সফর বলা যেতে পারে। আমাদের মনে হচ্ছে, এটা আমাদের জন্য অন্যতম কঠিন পরীক্ষা। আমরা কতদূর এসেছি সেটা পরখ করে দেখতে হবে। আমরা উপমহাদেশের অন্যান্য জায়গায় জিততে শুরু করেছি। এবার ভারতের মাটিতেও জিততে চাই।'
সম্প্রতি টেস্ট ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক দল। কিন্তু ভারতের মাটিতে সাফল্য নেই। ২০১৫ এবং ২০১৯ সালে সিরিজ হারে প্রোটিয়ারা। তিনি মনে করেন, ইডেনে খুব বেশি স্পিন সহায়ক উইকেট হবে না। যেমন পাকিস্তানে হয়েছিল। এই প্রসঙ্গে কেশব বলেন, 'আমার মনে হয় না এটা পাকিস্তানের মতো স্পিন সহায়ক হবে। আমার মনে হয় উইকেট ভাল হবে। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইকেটের অবনতি হবে। দেখে মনে হচ্ছে, ট্র্যাডিশনাল টেস্ট উইকেট হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখলে বোঝা যাবে, উইকেট ভাল ছিল। ম্যাচ চার, পাঁচদিন পর্যন্ত গড়িয়েছে। তাই আমার মনে হয় পরিস্থিতি বদলাচ্ছে। ভারত দারুণ দল। অনেকদূর এগিয়ে গিয়েছে। আমার মনে হয়, ওরা স্পোর্টিং উইকেটে চাইবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখে যা মনে হয়েছে।' প্রোটিয়াদের বিরুদ্ধে আগের দুই সিরিজে দাপট দেখান রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। পাকিস্তান সিরিজের থেকে অনুপ্রেরণা নিয়ে নামতে চান প্রোটিয়া স্পিনার। মহারাজ বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মোমেন্টাম নিয়ে নামব। আমার লড়াই চালাব। রেজাল্ট আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব।' শুক্রবার থেকে ইডেনে শুরু হবে প্রথম টেস্ট।
