আজকাল ওয়েবডেস্ক: ভারত এ দলের ইংল্যান্ড সফরের জন্য ৩৫ জন ক্রিকেটারের নাম শর্টলিস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচকরা রজত পাতিদার, করুণ নায়ারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ভারত এ দলে।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা করুণ নায়ার জাতীয় দলে ঢোকার দরজায় কড়া নাড়ছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে বেঞ্চে কাটানোর পরে সরফরাজ খান হয়তো দলে সুযোগ পাবেন না। কাউন্টি ক্রিকেটে অভিজ্ঞতা থাকা নায়ার নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন ভারত-এ-র ইংল্যান্ড সফরে।
তালিকায় অবশ্য নাম নেই অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ারের। অক্ষরের নাম না থাকার কারণ যুক্তিযুক্ত। রবীন্দ্র জাদেজাকে নিয়ে যাওয়া হবে সফরে। লাল বলের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স তুলে ধরলেও এবং সাদা বলের ফরম্যাটে দুর্দান্ত খেলার পরেও শ্রেয়স আইয়ারের নাম নেই ইংল্যান্ড সফরে।
রোহিত শর্মার ভবিষ্যৎ কী, ইংল্যান্ড সিরিজের বল গড়ানোর আগে থেকেই হিটম্যানকে নিয়ে প্রশ্ন ছিল। শোনা যাচ্ছে, মুম্বইকরের হাতেই থাকবে দলের রিমোট কন্ট্রোল। সাই সুদর্শনকে তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। রবিচন্দ্রন অশ্বিন অবসর গ্রহণ করায় কুলদীপ যাদবের কথা ভাবা হবে বলে জানা গিয়েছে।
