আজকাল ওযেবডেস্ক: আট বছর পরে টেস্ট দলে প্রত্যাবর্তন। এর থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেট কি আগে দেখেছে?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের একাধিক মহারাজকীয় প্রত্যাবর্তন দেখেছে এদেশের ক্রিকেটমহল।
তার আগে প্রাক্তন ক্রিকেটার মহিন্দর অমরনাথও একাধিকবার ফিরে এসেছেন দলে। তাঁর নামই হয়ে গিয়েছিল 'কামব্যাক ম্যান'।
উপরের দু'জন একাধিকবার দলে ঢুকেছেন, দল থেকে বেরিয়েছেন। কিন্তু করুণ নায়ার তো অন্য গ্রহের। তিনি ট্রিপল সেঞ্চুরি করেন।
তবুও তাঁকে ছিটকে যেতে হয় ভারতীয় দলের কক্ষপথ থেকে।
ঘরোয়া সিরিজে ভুরি ভুরি রান করার পরে করুণ নায়ার ফিরে এসেছেন জাতীয় দলের সাদা জার্সিতে।
সেই করুণ নায়ারই ডেইলি মেল-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বছর দুয়েক আগে এক নামী ক্রিকেটার তাঁকে অবসর নিতে বলেছিলেন। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নেমে পড়ার পরামর্শ দিয়েছিলেন।
কিন্তু করুণ নায়ার সেই নামী ক্রিকেটারের পরামর্শে কর্ণপাত করেননি। তিনি ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেন। রান করে জাতীয় দলের দরজা খুলতে চান। এবং সেটাই হয় শেষপর্যন্ত।
নায়ার অবশ্য সেই নামী ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। তিনি বলেছেন, আর্থিক সুবিধার জন্য টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়াই যেত। কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন তিনি জলাঞ্জলি দেননি কখনওই।
রানের পর রান করে গিয়েছেন ঘরোয়া ক্রিকেটে। তার ফলাফলও পেয়েছেন করুণ নায়ার। টেস্ট সিরিজের আগে গা ঘামানোর ম্যাচেও করুণ নায়ার বেশ ভাল খেলেছেন। অনেকেই মনে করছেন ভারতের মিডল অর্ডার অনেকটাই নির্ভর করছে করুণ নায়ারের উপরে।
খেলোয়াড়রা ইতিবাচক পরামর্শই দেন। কিন্তু করুণ নায়ারকে নামী ক্রিকেটার কেন এই পরামর্শ দিলেন, তা তর্কের।
