আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে, ইঁটের জবাব পাটকেলে। এবার সেই পদ্ধতি অবলম্বন করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। দর্শকদের নিরাপত্তা দেওয়ার জন্য এবার এক দল 'লঙ্গুর' ভাড়া করা হল। নিরাপত্তারক্ষীদের পাশাপাশি এই প্রাণীও রয়েছে গ্রিনপার্কের সিকিউরিটির দায়িত্বে। অবাক হচ্ছেন? মনে হচ্ছে আবল তাবোল খবর? একেবারেই না। হনুমানের উৎপাত কমাতে এই পদক্ষেপ নিয়েছে ক্রিকেট সংস্থার কর্তারা। কানপুরের এই স্টেডিয়ামে হনুমানের তাণ্ডব একটু বেশিই। সমর্থকদের থেকে খাবার, বিভিন্ন জিনিসপত্র, এমনকি মোবাইলও কেড়ে নেয় ওরা। এবার হনুমানের হাত থেকে বাঁচতে এই অভিনব উদ্যোগ নিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, দর্শকদের হনুমানের হাত থেকে বাঁচাতে আয়োজকরা লঙ্গুর এবং ওদের হ্যান্ডলারদের ভাড়া করেছে। নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও এই পদক্ষেপ নেয় স্থানীয় ক্রিকেট সংস্থার কর্তারা। ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, 'হনুমানের উৎপাত বন্ধ করতে আমাদের লঙ্গুর ভাড়া করতে হয়েছে।' 

সঞ্জয় কাপুর আরও জানান, ব্রডকাস্ট ক্যামেরাম্যানরা তাঁদের স্ট্যান্ডে সবচেয়ে বেশি হনুমানের তাণ্ডবের মুখে পড়ে। খাবার, জল কেড়ে নেওয়া হয়। সেই সমস্যা মেটাতে এমন একটি পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা, যা ক্রিকেট মাঠে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি, এবং আবার ঘটবে বলেও মনে হয় না। কানপুরে ম্যাচ শুরুর আগে আরও কিছু সমস্যা দেখা যায়। জানানো হয়, স্টেডিয়ামের সি ব্লক নিরাপদ নয়। তাই ম্যাচের আগে এই ব্লক বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টি এবং ভেজা মাঠের জন্য এদিন এক ঘন্টা দেরিতে শুরু হয় খেলা। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। চা-পানের বিরতির খানিক পরেই খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বাংলাদেশের। উইকেটে আছেন মোমিনুল হক (৪০) এবং মুশফিকুর রহিম (৬)। জোড়া উইকেট নেন বাংলার আকাশ দীপ।