আজকাল ওয়েবডেস্ক: ২০০০ সালের পর প্রথমবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন কেন উইলিয়ামসন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হারে কিউয়িরা। কিন্তু ফাইনালে ভাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কোনওভাবেই নিজেদের আন্ডারডগ মানছেন না। উইলিয়ামসন বলেন, 'ভারত শক্তিশালী দল। খেলছেও ভাল। শেষ ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। ফাইনাল ম্যাচে সবকিছুই সম্ভব। আগের ম্যাচে দারুণ পরিবেশ ছিল। আমি নিশ্চিত, এবারও স্টেডিয়ামে ভাল পরিবেশ থাকবে।' 

দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। শতরান করেন কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্র। বল হাতে তিন উইকেট তুলে নেন মিচেল স্যান্টনার। তবে পাকিস্তানের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে দুবাইরের যে কোনও মিল নেই, সেটা মেনে নিলেন উইলিয়ামসন। দুবাইয়ের মাঠে সর্বোচ্চ রান ২৬৭। পাকিস্তানের মাটিতে আটবার ৩০০ রানের গণ্ডি পার হয়েছে। এই বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে হবে তাঁদের।  উইলিয়ামসন বলেন, 'পাকিস্তানের থেকে দুবাইয়ের পরিস্থিতি আলাদা। আমাদের ইতিবাচক দিকগুলো নিতে হবে। ফাইনালে কিভাবে এগোব সেটাও ঠিক করতে হবে।' রচিন রবীন্দ্রের প্রশংসা করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ফাইনালে আরও একবার তাঁর সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় তিনি।