আজকাল ওয়েবডেস্ক:‌ ভাল দল গড়েও আশানুরূপ ফল হয়নি। আগামী মরসুমে জাস্টিন ল্যাঙ্গারকে আর কোচ রাখছে না লখনউ সুপার জায়ান্টস। সূত্রের খবর, ল্যাঙ্গারও আর থাকতে চাইছেন না। দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ল্যাঙ্গার এখন আর খুব বেশি কথা বলেন না। দলের পুরো দায়িত্বটাই প্রায় চলে গিয়েছে জাহির খানের হাতে।


জানা গেছে দলের পারফরম্যান্সে খুশি নন ল্যাঙ্গারও। ২০২৩ সালে গৌতম গম্ভীরের সুপারিশেই ল্যাঙ্গারকে কোচ করে আনা হয়েছিল। তখন গম্ভীর ছিলেন লখনউয়ের মেন্টর।


সূত্রের খবর, দলের ক্রিকেটারদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করতে ব্যর্থ ল্যাঙ্গার। বিশেষ করে জাহির খানের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক একেবারেই ভাল নয়। দু’‌জনের মধ্যে রয়েছে বোঝাপড়ার অভাব। 


ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ল্যাঙ্গারের ‘‌খারাপ’‌ আচরণের কারণেই দলে জাহির খানের ভূমিকা আরও বেড়ে গিয়েছে। তরুণ ক্রিকেটারদের সঙ্গে বন্ধুর মতো মিশছেন জাহির। সূত্রের খবর, লখনউ দল নাকি এখন চালাচ্ছেন জাহিরই। খেলা চলাকালীন জাহিরের ভূমিকাই সবচেয়ে বেশি নজর টানছে।
খুব শীঘ্রই হয়ত ল্যাঙ্গারের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করবে এলএসজি। শোনা যাচ্ছে জাহিরই হবেন পরবর্তী হেড কোচ।