আজকাল ওয়েবডেস্ক:  দু'দিনে শেষ হয়েছে অ্যাশেজের প্রথম টেস্ট। ব্রিসবেনে হবে পিঙ্ক বল টেস্ট। দিন-রাতের সেই টেস্টে অস্ট্রেলিয়া পাবে না জশ হ্যাজলউডকে। আজ অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করে জানান, হ্যাজলউড এখনও রিহ্যাবে। শেফিল্ড শিল্ডের খেলায় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। ব্রিসবেনে হতে চলা দিন-রাতের টেস্টে নেই তিনি। অ্যাশেজের পরবর্তী টেস্টগুলোয় খেলবেন হ্যাজলউড। 

ম্যাকডোনাল্ড উপস্থিত রিপোর্টারদের বলেন, ''রিহ্যাবের প্রথম সপ্তাহ চলছে। ওর চোট নিয়ে আপডেট দেওয়ার মতো এখন কিছু নেই।  সিরিজের যে কোনও মুহূর্তে ওকে পাব।'' 

এদিকে পারথে অস্ট্রেলিয়ার জয়ের কারিগর ছিলেন ট্র্যাভিস হেড। দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড তাঁর। অসম্ভবকে এভাবেই সম্ভব করতে পারেন হেড।  ২০২৩ বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙেছিলেন তিনি। সেই হেড এদিন তাণ্ডবলীলা চালালেন। সেই ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড। 
ইংরেজদের ২০৪ রান তাড়া করতে নেমে হেড ধরা দেন বিধ্বংসী মেজাজে। টেস্টে তিনি ওপেন করেন না। গতিশীল পিচে শুরুতে নেমে একটু সময় লাগলেও হেড চলতে শুরু করেন কিছুক্ষণ পরেই। পিচ, গতিশীল ডেলিভারির সঙ্গে সন্ধি করতে তাঁর লাগল সামান্য কিছু সময়। তার পরে চলে ধ্বংসলীলা। 


প্রথম টেস্টে নামেননি প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার কোচ কিন্তু কামিন্সের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি এখনও। 

প্রথম টেস্টে হ্যাজলউড ছিলেন না, ছিলেন না কামিন্স। তবুও জিততে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডকে একপ্রকার উড়িয়ে দেন অজিরা।