আজকাল ওয়েবডেস্ক: শিল্ড জয়ের দু'সপ্তাহও কাটেনি। তারমধ্যে আবার ডার্বি। এবার মান্ডবীর তীরে মুখোমুখি ইস্ট-মোহন। তবে হঠাতই পাশা কিছুটা পাল্টে গিয়েছে। সপ্তাহ দুয়েক আগে খাতায় কলমে কিঞ্চিৎ হলেও এগিয়ে ছিল ভারতসেরারা। যুবভারতীতে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারায় মোলিনার দল। কিন্তু এবার কিছুটা ব্যাকফুটে থেকে শুরু করবে বাগান। গোল পার্থক্যে এগিয়ে অস্কার ব্রুজোর দল। অর্থাৎ, শুক্রবারের ডার্বি ড্র হলেও সুপার কাপের শেষ চারে চলে যাবে ইস্টবেঙ্গল। সেখানে মোহনবাগানকে জিততেই হবে। সুপার কাপের প্রথম ম্যাচের পর সুবিধাজনক জায়গায় ছিলেন ম্যাকলারেন, কামিন্সরা। বরং, চাপে ছিল লাল হলুদ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে চেন্নাইনের বিরুদ্ধে জিততেই হত। ইস্টবেঙ্গলের চার গোলে জয় এবং ডেম্পোর সঙ্গে মোহনবাগানের ড্র পুরো পরিসংখ্যান বদলে দিয়েছে। তবে গোল পার্থক্য নিয়ে ভাবতে চাইছেন না মোলিনা। স্পষ্ট জানিয়ে দেন, প্রতিপক্ষ যখনই ইস্টবেঙ্গল, জয় ছাড়া কিছুই ভাবেন না।
মোলিনা বলেন, 'বর্তমানে ইস্টবেঙ্গল ভাল জায়গায় আছে। একটা ড্র করলেই ওরা সেমিফাইনালে পৌঁছে যাবে। সেই অ্যাডভান্টেজ ওদের আছে। তবে আমার জন্য গোল পার্থক্য কোনও সমস্যার নয়। আমরা সবসময় মাঠে নামি জেতার জন্য। সমর্থকরা চায় আমরা ইস্টবেঙ্গলকে হারাই। ড্র খারাপ রেজাল্ট নয়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামলে প্রথম লক্ষ্যই থাকে ওদের হারানো। শিল্ড ফাইনাল জেতার পর আমি করিডোরে সাংবাদিক সম্মেলনের জন্য অপেক্ষা করছিলাম। কয়েকজন ফ্যান এসে সুপার কাপের ডার্বি জেতার আবদার করে। আমাদের সেটাই করতে হবে। সবাই কী চায় আমরা জানি। রেজাল্ট কী হবে জানা নেই। তবে আমরা নিজেদের সেরাটাই দেব।'
আগের মরশুমের তুলনায় এবার শক্তিশালী ইস্টবেঙ্গল। চলতি বছর শুরুতেই জোড়া ডার্বি জয়। অবশ্য বড় ম্যাচ জয়ের হ্যাটট্রিক করতে পারেনি লাল হলুদ। শিল্ড ফাইনালে টাইব্রেকারে হারে। তবে সুপার কাপে অস্কারের দল ছন্দে আছে। এবারের লড়াই কি আরও কঠিন? বিপক্ষ নিয়ে তেমন কিছু বলতে চাননি বাগান কোচ। মোলিনা বলেন, 'ইস্টবেঙ্গল সবসময় মোহনবাগানের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ফুটবল খেলে। ওরা কোন দিকে উন্নতি করেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। ওদের বিরুদ্ধে খেলা সবসময় তাৎপর্যপূর্ণ। ওরা সবসময় লড়াই করে। দলে ভাল ফুটবলার রয়েছে। তবে আমার নিজের দলের ওপর বিশ্বাস আছে।'
আগের মরশুমের তুলনায় এবার ছন্দে নেই জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা। একাধিক গোল মিস করছে অস্ট্রেলিয়ান ত্রয়ী। তাঁদের নিয়ে কি চিন্তিত মোলিনা? একেবারেই না। বরং, তাঁদের পাশে দাঁড়ালেন। মোলিনা বলেন, 'এই মরশুমটা কারোর জন্য সহজ নয়। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই। লিগ হচ্ছে না। শুধুমাত্র ট্রেনিং সেশনের ওপর নির্ভর করবে। খেলার মধ্যে না থাকলে সেরা ছন্দ ফিরে পাওয়া যায় না। আমরা চেষ্টা করছি নিজেদের সেরাটা উজাড় করে দিতে।' গোয়ায় সমর্থকদের মিস করবেন মোলিনা। তবে ফ্যানদের জন্য ডার্বি জেতার আপ্রাণ চেষ্টা করবেন বাগান কোচ।
