আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যয়ের পর সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন জস বাটলার। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ইংল্যান্ড। সেটাই অধিনায়ক হিসেবে বাটলারের শেষ ম্যাচ হবে। এদিন সাংবাদিক সম্মেলনে এসে তেমনই জানান। বাটলার বলেন, 'আমি ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই আমার এবং দলের জন্য সঠিক হবে।' বাটলারের অধিনায়কত্বে টি-২০ বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে ছিটকে যায়। লাহোরে আফগানিস্তানের কাছে হার তাঁদের নকআউটের স্বপ্ন ভেঙে দেয়। 

বাটলারের নেতৃত্বে ২০২২ টি-২০ বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তারপর থেকে শুধুই ব্যর্থতা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৩ বিশ্বকাপে ন'ম্যাচের মধ্যে মাত্র তিনটেতে জেতে ইংল্যান্ড। গতবছর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের কাছে ০-৩ এ সিরিজ হারে। সাদা বলের ক্রিকেটে গত দু'বছরে সাফল্য নেই। তাই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাটলার। শনিবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ ইংল্যান্ডের। জয় দিয়ে এই অধ্যায় শেষ করতে চাইবেন বাটলার।