আজকাল ওয়েবডেস্ক:‌ সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মার পর শুভমান গিল। টিম ইন্ডিয়ার অধিনায়কের হটসিটে ২৫ এর তরুণ। লাল বলের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিতে চলেছেন শুভমান। ২০ জুন থেকে শুরু হয়ে যাবে ইংল্যান্ড সিরিজ।


সিরিজ শুরু আগে একটি পডকাস্টে আলোচনায় বসেছিলেন স্টুয়ার্ট ব্রড ও জস বাটলার। যিনি গুজরাটে খেলেছেন গিলের নেতৃত্বে। সেই বাটলার বলেছেন, ‘ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়া মানে তুমি ভারতের তৃতীয় বা চতুর্থ প্রভাবশালী ব্যক্তি। হয়ত প্রধানমন্ত্রীর পরেই আসনটা। আইপিএলে অধিনায়কত্ব এক জিনিস। আর দেশের অধিনায়কত্ব একেবারে অন্য বিষয়।’‌


এরপরই বাটলার বলেছেন, ‘‌ভারতের মতো জনসংখ্যার দেশে প্রায় সবাই ক্রিকেট পাগল। কোহলি যদি রাজা হয়, তাহলে শুভমান রাজপুত্র। ব্যাটিংয়ের সময় শুভমানকে কিন্তু একজন ব্যাটার হিসেবেই খেলতে হবে। অধিনায়ক মাথায় এলেই কিন্তু চাপে পড়ে যাবে। আর বাকি সময়টা অধিনায়কের মতো ভাবতে হবে। দুটো আলাদা ভূমিকা পালন করতে হবে শুভমানকে।’‌


এটা ঘটনা রোহিত, বিরাট, অশ্বিনের অবসরের পর কাজটা অত্যন্ত কঠিন শুভমানের। প্রায় অনভিজ্ঞ একটা দল নিয়ে ইংল্যান্ড যেতে হয়েছে। বাটলারের কথায়, ‘‌শুভমানের কাজটা অত্যন্ত কঠিন। আইপিএলে দুটো মরসুম অধিনায়কত্ব করেছে গিল। তাই অভিজ্ঞতা আছে। কিন্তু আসন্ন সিরিজটা শুভমানের জন্য সত্যিই চ্যালেঞ্জ হতে চলেছে।’‌ ‌