আজকাল ওয়েবডেস্ক: নেতৃত্বের প্রসঙ্গ উড়িয়ে দিলেন জো রুট। স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত সিরিজে তাঁকে অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা নেই। তিনি মনে করেন, তাঁর অধিনায়কত্ব করার সময় চলে গিয়েছে। এই নিয়ে ভাবতেই চান না তিনি। বরং, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফোকাস করতে চান। তারপর পাখির চোখ অ্যাশেজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন জস বাটলার। গ্রুপের তিনটে ম্যাচই হারে ইংল্যান্ড। শেষ ম্যাচের আগেই বাটলার জানিয়ে দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর পদত্যাগ করবেন তিনি।
বাটলার সরে যাওয়ায় সাদা বলের ক্রিকেটে অধিনায়কের খোঁজে ইংল্যান্ড। নাম উঠেছে জো রুটের। কিন্তু তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, তিনি নেতৃত্বের দৌড়ে নেই।
রুট বলেন, 'আমার মনে হয় না আমি নেতৃত্বের দৌড়ে আছি। আমার মতে, সেই সময় চলে গিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমার সময় শেষ হয়ে গিয়েছে। তবে যে এই দায়িত্ব পাবে, খুবই গর্ববোধ করবে। আমার বিশ্বাস, ভালভাবে দায়িত্ব পালন করবে।' চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স নিয়ে হতাশ তারকা ব্যাটার, তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। রুট বলেন, 'আমরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারিনি। তবে দলে প্রচুর প্রতিভা রয়েছে। ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।' ২০১৫ সালের পর আবার শূন্য থেকে শুরু করে ইংল্যান্ড। ২০১৯ সালে ইতিহাসে নাম লেখায়। আবারও তার পুনরাবৃত্তি চান রুট। ইংল্যান্ডের পরের বড় চ্যালেঞ্জ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২০০৭ সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। এবার সেই খরা কাটাতে মরিয়া বিরাট কোহলিরা। ভারতের বিরুদ্ধে সিরিজের পর অ্যাশেজে ফোকাস করবে ইংলিশরা।
