আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার ১৬ ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গিয়েছিল গত ৩০ অক্টোবর বিশ্বকাপ সেমিফাইনালে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারায়।
এই ম্যাচটিই মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বোচ্চ সফল রানচেজ হিসেবে রেকর্ড গড়ে। আর সেই অবিশ্বাস্য জয়ের নায়িকা ছিলেন জেমিমা রদ্রিগেজ, যিনি দুরন্ত অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছিলেন।
তবে সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া হেরে গেলেও সেই দলের তারকা অ্যানাবেল সাদারল্যান্ড সকলের মন জয় করে নিয়েছেন। বিশ্বকাপ জয়ের বেশ কয়েকদিন পর সেই রহস্য ফাঁস করেছেন জেমিমা রড্রিগেজ।
তিনি জানিয়েছেন, পরাজয়ের পরও মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেন অ্যানাবেল সাদারল্যান্ড। জানা গিয়েছে, দল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তিনি জেমিমাকে একটি বার্তা পাঠান, যা ভারতীয় তারকাকে একেবারে বাকরুদ্ধ করে দেয়।
জেমিমা জানান, ‘ম্যাচের পর তাদের জন্য এটা ছিল একেবারে হৃদয়বিদারক মুহূর্ত। আমি জানি বেলসি (সাদারল্যান্ড) ক্রিকেটকে কতটা ভালোবাসে, যদিও সে সবসময় তা প্রকাশ করে না। তবুও সে আমাকে মেসেজ করে লিখেছিল ‘এই টুর্নামেন্টে তুমি যে মানসিকতা ও চরিত্র দেখিয়েছ, তা অসাধারণ। আজকের মুহূর্তটা তোমার পুরোপুরি প্রাপ্য।’
এই ভিডিওটি প্রকাশ পেয়েছে দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস আগামী ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) জন্য জেমিমা রদ্রিগেজ, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজান ক্যাপ, নিকি প্রসাদ ও শেফালি ভার্মাকে রিটেন করেছে।
জেমিমা আরও বলেন, ‘আমি সেই মেসেজটা পড়ে ভাবছিলাম, কী দারুণ মানুষ! নিজের দলের সবচেয়ে কষ্টের পরাজয়ের মধ্যেও সে বন্ধুকে অনুপ্রাণিত করতে ভুলল না। আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি। বেলসি অস্ট্রেলিয়ার জন্য অসাধারণ কিছু করবে যা আমাদের জন্য একটু ভয়ের, তবে দিল্লি ক্যাপিটালসের জন্য দারুণ। আমি খুশি যে আবার ওর সঙ্গে ড্রেসিং রুম ভাগ করতে পারব।’
এই বিশ্বকাপ সাদারল্যান্ডের কাছেও স্পেশাল ছিল। সাত ইনিংসে তিনি ১৯টি উইকেট নেন, যার মধ্যে ভারতের বিপক্ষে এক ম্যাচে পাঁচ উইকেটও রয়েছে।
ব্যাট হাতে তিনি করেন ১১৭ রান, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৮ রানের ইনিংসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। জেমিমা সাদারল্যান্ডের প্রশংসা করে বলেন, ‘সাদারল্যান্ড একেবারে সুপারস্টার। আমি এখনই ওকে বিশ্বের সেরা তিনজন অলরাউন্ডারের মধ্যে রাখব হয়তো সেরা বললেও ভুল হবে না। সে সত্যিই এক অনুপ্রেরণা।’
অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারত নভি মুম্বইয়ের একই ভেন্যুতে অনুষ্ঠিত ফাইনালে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে শিরোপা জেতে। সেই ম্যাচে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা উজ্জ্বল অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
