আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে বোর্ডকে। কিন্তু নতুন দাবি জানায় তাঁরা। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙেছে আইসিসি কর্তাদের। এবার আর কোনও সুযোগ নয়। সরাসরি কড়া সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে দুবাইয়ে রয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আশা করা যাচ্ছে, শনিবারের মধ্যেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। 

বৃহস্পতিবার আরও একবার বাংলাদেশ জানিয়ে দেয়, টি-২০ বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে না তাঁরা। এই ঘটনার পরের দিনই এমন সিদ্ধান্তে পৌঁছয় আইসিসি। এর ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও কমল। সরাসরি স্কটল্যান্ডকে সুযোগ দিতে পারে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাদের কথায় কর্ণপাত না করে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারওপর শুক্রবার একটি নতুন দাবি জানানো হয়। তাতেই চটে গিয়েছেন আইসিসি কর্তারা। 

এদিন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে আরও একটি চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ভেন্যু বদলের দাবি আইসিসির স্বাধীনভাবে পরিচালিত বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানোর অনুরোধ করা হয়। এই কমিটিতে আইনজীবীরা রয়েছে। তাঁদের কাজ আইসিসি সংক্রান্ত যাবতীয় বিবাদ মেটানো। বিসিবির আশা ছিল, তাঁদের অনুরোধ মেনে আইসিসির স্বাধীনভাবে পরিচালিত বিরোধ নিষ্পত্তি কমিটিতে বিষয়টি পাঠানো হবে। এই কমিটিতে আইসিসি, মেম্বার বোর্ড, প্লেয়ার, অফিসিয়াল এবং সংশ্লিষ্ট পার্টির সদস্যদের সমস্যার সমাধান হয়। ইংলিশ আইনের অধীনে এই কমিটি চলে। কিন্তু তেমন হচ্ছে না। বাংলাদেশ বোর্ডের দাবি খারিজ করে দিতে চলেছে আইসিসি। বাংলাদেশকে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।