আজকাল ওয়েবডেস্ক: রিভার্স স্কুপ মেরে প্রথম ইনিংসে বুমরাকে বিভ্রান্ত করেছিলেন স্যাম কনস্টাস। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কনস্টাসই আক্রমণ নিয়ে যান ভারতের সাজঘরে। বুমরাকে রিভার্স স্কুপ মেরে চার-ছক্কা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল ক্রিকেটবিশ্বের। ১৯ বছরের তরুণের তেজ দেখেছি্ল মেলবোর্নে। 

দ্বিতীয় ইনিংসে উলটো ছবি। বুমরার  বিষাক্ত ইন কাটারের ছোবলে মিডল স্টাম্প উড়ে গেল নবাগত কনস্টাসের। প্রথম ইনিংসে কনস্টাস করেছিলেন ৬০। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান। 
 
সপ্তম ওভারে বুমরার ইন কাটার গুড লেন্থে পড়ে  কনস্টাসের ব্যাট ও প্যাডের মধ্যে দিয়ে গলে গিয়ে মিডল স্টাম্প উড়িয়ে দেন। তার পরই গ্যালারির দিকে তাকিয়ে বুমরার দুর্দান্ত উদযাপন। কনস্টাসকেই নকল করেন বুমরা। গ্যালারিতে উপস্থিত ভারতীয় দর্শকদের তাতিয়ে দেন ভারতীয় বোলার। 

সচরাচর উইকেট নেওয়ার পরে বুমরাকে বাঁধনহারা উল্লাসে মেতে উঠতে দেখা যায় না। কনস্টাসকে ফেরানোর পরে সেই বুমরাই গ্যালারিকে তাতানোর কাজ শুরু করেন।  

 

?ref_src=twsrc%5Etfw">December 29, 2024

কনস্টাস ঠিক যেভাবে উৎসবে মেতে উঠেছিলেন, বুমরাও ফিরিয়ে দিলেন তা। সুনীল গাভাসকর বলে উঠলেন ফাস্ট বোলারদের স্মৃতি কিন্তু খুব প্রখর। কনস্টাসের উদযাপন কনস্টাসকেই ফিরিয়ে দিলেন ভারতের তারকা পেসার

এর আগে বুমরাই অস্ট্রেলিয়ার নতুন তারকা স্যাম কনস্টাস সম্পর্কে বলেছিলেন, ''আমার মনে হয়েছিল প্রথম দু'ওভারে ওকে ছ-সাত বার আউট করে দেব।'' দ্বিতীয় ইনিংসে কনস্টাস বুঝতে পারলেন বুমরার তেজ। 

বুমরা শুধু কনস্টাসকে ফিরিয়েই শান্ত থাকেননি। অজি ইনিংসকে নিয়ে ছেলেখেলা করেন এই তারকা বোলার। তাঁর বিষাক্ত সব ডেলিভারি বুঝে ওঠার আগেই একে একে প্যাভিলিয়নে ফেরেন ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি।